স্বর্ণের দাম প্রথমবারের মতো ভরিতে ৯৩ হাজার টাকা ছাড়াল

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। আজ শনিবার দেশে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
প্রতীকী ছবি

দেশের বাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। আজ শনিবার দেশে প্রতি ভরি সোনার দাম ২ হাজার ৬৮৩ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

নতুন এ দাম আগামীকাল রোববার থেকে কার্যকর হবে। এতে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে প্রায় ৯৩ হাজার ৪০০ টাকা, যা দেশের বাজারে সর্বোচ্চ।

বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিংয়ের ভাইস চেয়ারম্যান এনামুল হক ভূইয়া লিটন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২২ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণের দাম পড়বে ৮ হাজার ১০ টাকা। এ ছাড়া, ২২ ক্যারেটের প্রতি গ্রাম রূপার দাম পড়বে ১৪৭ টাকা।

Comments