স্বর্ণের দাম ভরিতে কমল ১১৬৭ টাকা

প্রতীকী ছবি

স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ১৬৭ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

গত তিন সপ্তাহের মধ্যে এ নিয়ে দ্বিতীয়বারের মতো স্বর্ণের দাম কমলো।

নতুন দামে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৯১ হাজার ৯৬ টাকা। আগামীকাল সোমবার থেকে সারা দেশে এ দাম কার্যকর হবে।

আজ রোববার বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) এক সংবাদ বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম কমানোর এ সিদ্ধান্তের কথা জানিয়েছে।

সর্বশেষ ৫ ফেব্রুয়ারি স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়েছিল বাজুস। তখন স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ভরিতে ৯২ হাজার ২৬৩ টাকা।

এদিকে সোনার দাম কমলেও রুপা আগের দামেই বিক্রি হবে। বাজুস জানায়, হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি গ্রাম রুপার দাম ১৪৭ টাকা।

Comments

The Daily Star  | English

Netanyahu says new Gaza offensive will start soon

The Israel PM says his only choice is to seize Gaza City; UN Security Council hears new calls for ceasefire, aid

2h ago