আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম রেকর্ড ১০৮.৭৫ টাকা

ডলার

দেশে আন্তঃব্যাংক লেনদেনে প্রতি ডলারের দাম বেড়ে ১০৮ টাকা ৭৫ পয়সা হয়েছে।

দেশের ইতিহাসে আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় হার এটাই সর্বোচ্চ।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার ১০৮ টাকা ৫০ পয়সা থেকে ৭৫ পয়সার মধ্যে ডলার লেনদেন করছে ব্যাংকগুলো।

গত বছর একই সময়ের তুলনায় টাকার মূল্য ২৪ দশমিক ২৮ শতাংশ কমেছে বলে বাংলাদেশ ব্যাংকের তথ্যে দেখা গেছে।

তথ্য বলছে, চলতি মাসে প্রায় প্রতিটি কার্যদিবসেই আন্তঃব্যাংক লেনদেনে ডলারের বিনিময় হার বেড়েছে। ১ মে প্রতি ডলারের দাম ছিল ১০৬ টাকা ৮০ পয়সা।

আমদানি ব্যয় পরিশোধ এবং রপ্তানি আয় ও রেমিট্যান্স প্রবাহের ধীরগতির কারণে এক বছর ধরে টাকার মান ক্রমশই কমছে।

চলতি বছরের এপ্রিলে রেমিট্যান্স প্রবাহ আগের বছরের তুলনায় ১৬ দশমিক ২৭ শতাংশ কমে ১ দশমিক ৬৮ বিলিয়ন হয়েছে। এপ্রিলে রপ্তানি আয় আগের বছরের তুলনায় ১৬ শতাংশ কমেছে।

পলিসি রিসার্চ ইনস্টিটিউট অব বাংলাদেশের নির্বাহী পরিচালক অর্থনীতিবিদ আহসান এইচ মনসুর বলেন, ডলারের চাহিদা-সরবরাহের ভিত্তিতে বৈদেশিক মুদ্রা বাজারকে বিনিময় হার নির্ধারণ করতে দেওয়া উচিত।'

তিনি আরও বলেন, 'ডলারের বিনিময় হার জোর করে শক্তিশালী করা হলে তা অর্থনীতির জন্য কোনো উপকারে আসে না।'

Comments

The Daily Star  | English

Trump tariff hike brings added China rate for many goods to 145%

Trump's 90-day halt in fresh duties for dozens of countries has come into place, a White House order showed

25m ago