মঙ্গলবার ঢাকা ছেড়েছেন ১৯ লাখ ৫ হাজার সিম ব্যবহারকারী

ঈদের ছুটিতে গতকাল মঙ্গলবার ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।
মোস্তাফা জব্বার, ঈদ, ঈদুল আজহা,
ঈদের ছুটি কাটাতে রাজধানী ছাড়ছে মানুষ। ছবি: স্টার

ঈদের ছুটিতে গতকাল মঙ্গলবার ১৯ লাখ ৫ হাজার ৫৯৩ জন মোবাইল সিম ব্যবহারকারী ঢাকা ছেড়েছেন।

আজ বুধবার ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, ২৭ জুন ৭ লাখ ৭৮ হাজার সিম ব্যবহারকারী ঢাকায় প্রবেশ করেছেন।

মোস্তাফা জব্বার দ্য ডেইলি স্টারকে বলেন, 'মহামারি শুরুর পর থেকে আমি মোবাইল অপারেটরদের কাছ থেকে তথ্য নিয়ে সরবরাহ শুরু করি। তবে, একজন ব্যক্তির একাধিক সিম থাকতে পারে, তাই ঠিক কতজন ঢাকা ত্যাগ করেছেন বা প্রবেশ করেছেন তা সঠিকভাবে নির্ধারণ করা যাবে না।'

তিনি আরও বলেন, 'একজন ব্যক্তি সর্বোচ্চ ১৫টি মোবাইল সিম ব্যবহার করতে পারবেন। কিন্তু, গড়ে প্রত্যেকের কাছে ১.৫টি সিম আছে।'

এর আগে চলতি বছরের এপ্রিলে তিনি বলেছিলেন, ১৮ কোটি সিম ব্যবহারকারীর মধ্যে ১২ কোটি ইউনিক মোবাইল ব্যবহারকারী।

অন্যদিকে এই শিল্পের সঙ্গে জড়িতরা বলছেন, দেশে কয়েক লাখ শিশু, বৃদ্ধ ও দরিদ্র মানুষ আছেন, যাদের কোনো মোবাইল ফোন নেই।

Comments