ভারতে হিরো মোটরসাইকেলের দাম বাড়ছে
ভারতের মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিরো মোটোকরপ তাদের কয়েকটি মডেলের মোটরসাইকেলের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে।
গতকাল শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গতকাল প্রতিষ্ঠানটি জানিয়েছে যে তারা কয়েকটি মডেলের মোটরসাইকেল ও স্কুটারের দাম দেড় শতাংশ বাড়িয়ে দেবে।
আগামী ৩ জুলাই থেকে নতুন দাম কার্যকর হবে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়, উৎপাদন খরচ বেড়ে যাওয়া এর অন্যতম কারণ।
গত মার্চে প্রতিষ্ঠানটি কয়েকটি মডেলের মোটরসাইকেল ও স্কুটারের দাম ২ শতাংশ বাড়িয়েছিল। তখন বায়ুদূষণ প্রতিরোধে নতুন প্রযুক্তি ব্যবহার করায় এর উৎপাদন খরচ বেড়ে যাওয়ার কথা বলা হয়।
প্রতিবেদনে আরও বলা হয়, গত মে মাসে আগের বছরের একই সময়ের তুলনায় হিরোর বিক্রি ৬ দশমিক ৭ শতাংশ বেড়ে ৫ লাখ ১৯ হাজার ৪৭৪ ইউনিটে দাঁড়িয়েছে।
এই বর্ষাতেও মোটরসাইকেলের চাহিদা অনেক উল্লেখ করে প্রতিষ্ঠানটি গণমাধ্যমকে জানায়, বর্ষা শেষে আসন্ন উৎসবগুলোয় এই চাহিদা আরও অনেক বেড়ে যাবে।
Comments