বোতলজাত সয়াবিনের দাম লিটারে ১০ টাকা কমল

ফাইল ছবি/সংগৃহীত

এক লিটারের বোতলজাত সয়াবিন তেলের দাম ১০ টাকা কমিয়ে  ১৭৯ টাকা করা হয়েছে।

এছাড়া খোলা সয়াবিন তেলের দাম লিটারপ্রতি ৮ টাকা কমিয়ে ১৫৯ টাকা করা হয়েছে।

আজ মঙ্গলবার মিল মালিকদের সংগঠন বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

একইসঙ্গে ৫ লিটারের বোতলজাত সয়াবিনের দাম ৪৩ টাকা কমিয়ে ৮৭৩ টাকা নির্ধারণ করা হয়েছে। পাম অয়েলের দাম প্রতি লিটারে ৫ টাকা কমিয়ে ১২৮ টাকা করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ থেকে নতুন দাম কার্যকর হবে।

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর প্রায় ২০ লাখ টন ভোজ্যতেলের প্রয়োজন হয়। এই চাহিদার মাত্র ২ দশমিক শূন্য তিন লাখ টন স্থানীয়ভাবে সংগ্রহ করা হয় এবং বাকি তেল আমদানির মাধ্যমে চাহিদা পূরণ করা হয়।

Comments

The Daily Star  | English
Unhealthy election controversy must be resolved

Unhealthy election controversy must be resolved

Just as the fundamental reforms are necessary for the country, so is an elected government.

12h ago