বাংলাদেশসহ ৪ দেশে চ্যাটজিপির অ্যান্ড্রয়েড সংস্করণ

ওপেনএআই তাদের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড সংস্করণ চালু করেছে।
ওপেনএআই, কৃত্রিম বুদ্ধিমত্তা, চ্যাটবট, চ্যাটজিপিটি, অ্যান্ড্রয়েড,

ওপেনএআই তাদের জনপ্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা চ্যাটবট চ্যাটজিপিটির অ্যান্ড্রয়েড সংস্করণ চালু করেছে। বিশ্বের চারটি দেশের অ্যান্ড্রয়েড ব্যবহারকারীরা এটি ডাউনলোড করতে পারবেন। দেশগুলো হলো- যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ ও ব্রাজিল।

মার্কিন এআই রিসার্চ অ্যান্ড ডিপ্লয়মেন্ট কোম্পানি জানিয়েছে, তারা আগামী সপ্তাহের মধ্যে আরও কয়েকটি দেশে এটি সম্প্রসারণের পরিকল্পনা করছে।

ওপেনএআই ২০২৩ সালের মে মাসে চ্যাটজিপিটির আইওএস সংস্করণ উন্মুক্ত করে।

ইউবিএসের এক সমীক্ষা অনুযায়ী, চ্যাটজিপিটি চালুর মাত্র দুই মাস পর গত জানুয়ারিতে মাসিক ১০০ মিলিয়ন ব্যবহারকারীর কাছে পৌঁছেছে বলে মনে করা হয়।

বিশ্লেষক প্রতিষ্ঠান সিমিলারওয়েবের তথ্য উদ্ধৃত করে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, জানুয়ারিতে প্রতিদিন গড়ে প্রায় ১৩ মিলিয়ন ইউনিক ভিজিটর চ্যাটজিপিটি ব্যবহার করেছেন, যা ডিসেম্বর চেয়ে দ্বিগুণের বেশি।

Comments

The Daily Star  | English

Students besiege HC demanding resignation of 'pro-AL fascist judges'

A group of students marched to the High Court premises to besiege the court, demanding the resignation of "pro-Awami League fascist judges"

1h ago