জন্মাষ্টমীর ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ

বেনাপোল কাস্টমস হাউজ। ছবি: সংগৃহীত

ভগবান শ্রীকৃষ্ণের পবিত্র জন্মতিথি জন্মাষ্টমীর ছুটিতে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বন্ধ আছে।

তবে স্বাভাবিক আছে দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাওয়া-আসা।

বেনাপোল বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আজ বুধবার সারাদিন আমদানি-রপ্তানির সব কার্যক্রম বন্ধ থাকবে।

এদিকে ছুটির কারণে পার হতে না পারায় বন্দরের দুই পারে হাজারো পণ্যবাহী ট্রাক আটকা পড়েছে।

বন্দর কর্তৃপক্ষের হিসাব অনুসারে, একদিন আমদানি-রপ্তানি বন্ধ কার্যক্রম থাকলে সরকার অন্তত ২৫ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়।

বেনাপোল কাস্টমস হাউসের ডেপুটি কমিশনার রবিন্দ্র সিংহ জানান, আগামীকাল বৃহস্পতিবার সকাল থেকে বন্দরে আবারও স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

সনাতন ধর্মানুসারে, অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতেই এ পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ।

শান্তিহীন পৃথিবীতে শান্তি আনতেই শ্রীকৃষ্ণের আবির্ভাব। দ্বাপর যুগের শেষ দিকে এই মহাপুণ্য তিথিতে মথুরা নগরে অত্যাচারী রাজা কংসের কারাগারে জন্ম নিয়েছিলেন শ্রীকৃষ্ণ।

তার এই আবির্ভাব তিথিকে ভক্তরা শুভ জন্মাষ্টমী হিসেবে উদ্‌যাপন করে থাকেন।

Comments

The Daily Star  | English

‘People's will, not mine’

Yunus tells Malaysia's Bernama why he stepped into Bangladesh's political hot seat

4h ago