আরও কমল স্বর্ণের দাম

এবার ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
বাজুস, বাংলাদেশ জুয়েলার্স সমিতি, স্বর্ণ,
রয়টার্স ফাইল ফটো

দেশের বাজারে আরও এক দফা কমেছে স্বর্ণের দাম। এবার ভরিতে স্বর্ণের দাম ১ হাজার ১৬৭ টাকা কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।

আজ বুধবার এই সিদ্ধান্ত নিয়েছে বাজুস এবং আগামীকাল বৃহস্পতিবার এই দর কার্যকর হবে।

বাজুস জানিয়েছে, কাল থেকে প্রতি ভরি বা ১১ দশমিক ৬৬৪ গ্রাম ২২ ক্যারেট স্বর্ণের দাম হবে ৯৭ হাজার ৪৪ টাকা, যা আগে ছিল ৯৮ হাজার ২১১ টাকা।

Comments