প্রভিডেন্ট ফান্ডের আয়ের ওপর কর কমেছে ১৫ শতাংশ
চলতি অর্থবছরে প্রভিডেন্ট ও অন্যান্য পেনশন ফান্ড থেকে আয়ের ওপর কর সাড়ে ২৭ শতাংশ থেকে কমিয়ে ১৫ শতাংশ করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
গত বৃহস্পতিবার কর প্রশাসনের জারি করা প্রজ্ঞাপনে বলা হয়, গত ১০ ডিসেম্বর থেকে এই হার কার্যকর হয়েছে।
এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, 'স্টেকহোল্ডারদের দাবির পরিপ্রেক্ষিতে আমরা কর হার কমিয়েছি।'
এর আগে এনবিআর বলেছিল, আর্থিক প্রতিষ্ঠান ও সংগঠনকে এ ধরনের আয়ের ওপর সাড়ে ২৭ শতাংশ কর দিতে হবে।
এই কর সরকার-স্বীকৃত প্রভিডেন্ট ফান্ড ও অনুমোদিত গ্র্যাচুইটি ফান্ড, অবসর ও পেনশন তহবিলের ক্ষেত্রে প্রযোজ্য।
এই আইনে সরকার পরিচালিত প্রভিডেন্ট ফান্ডগুলোকে কর অব্যাহতি দেওয়ায় প্রশ্ন উঠেছে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেসব তহবিল নিয়ম মেনে চলতে ব্যর্থ হবে তাদের ক্ষেত্রে কর হার ১৫ শতাংশ হবে, যা আগে ছিল ৩০ শতাংশ।
Comments