বাণিজ্য

আমরা টেকনোলজিসের ৮০ শতাংশ ব্যান্ডউইথ বন্ধ করেছে বিটিআরসি

‘আমরা বারবার তাদের বকেয়া পরিশোধ করতে বলেছি। কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছে।’
আমরা টেকনোলজিসের ৮০ শতাংশ ব্যান্ডউইথ বন্ধ করেছে বিটিআরসি
সংগৃহীত

২২ কোটি টাকার বেশি বকেয়া থাকায় ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে (আইআইজি) কোম্পানি আমরা টেকনোলজিসের প্রায় ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)।

বিটিআরসির কমিশনার মুসফিক মান্নান চৌধুরী আজ সোমবার দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমরা বারবার তাদের বকেয়া পরিশোধ করতে বলেছি। কিন্তু তারা সেটা করতে ব্যর্থ হয়েছে।'

'সেই কারণে আমরা তাদের ৮০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে দিয়েছি', বলেন তিনি।

মুসফিক মান্নান চৌধুরী জানান, বিটিআরসি তাদেরকে অন্তত ১০ কোটি টাকা পরিশোধ করে বাকি টাকা কিস্তিতে দেওয়ার প্রস্তাবও দিয়েছে। তবুও তারা সেটা করতে ব্যর্থ হয়েছে।

গত বছরের জুলাইয়ে ৩৩ কোটি টাকার বকেয়া রাজস্বের জন্য কমিশন আমরার ৫০ শতাংশ ব্যান্ডউইথ ব্লক করে দেয়। পরে ওই নির্দেশনা প্রত্যাহার করা হয়।

আমরা টেকনোলজিস মোবাইল অপারেটরসহ বিভিন্ন ক্লায়েন্টকে ব্যান্ডউইথ সরবরাহ করে। তবে গত বছরের অবরোধের পর অপারেটররা তাদের কাছ থেকে ব্যান্ডউইথ নেওয়া বন্ধ করে দেয়।

Comments