দেশের ফ্রুট ড্রিংকস বাজারে আসছে ড্যানিশ প্রতিষ্ঠান

ড্যানিশ ফ্রুট ড্রিংকস
বাংলাদেশে ব্যবসা বাড়াতে নতুন ব্র্যান্ড চালু করতে যাচ্ছে ড্যানিশ ফ্রুট ড্রিংকস প্রতিষ্ঠান কো-রো এ/এস। ছবি: সংগৃহীত

ড্যানিশ ফ্রুট ড্রিংকস প্রতিষ্ঠান কো-রো এ/এস বাংলাদেশে তাদের ব্যবসা বাড়াতে নতুন ব্র্যান্ড চালু করতে যাচ্ছে।

স্থানীয় প্রতিষ্ঠান এসিআই ও আন্তর্জাতিক প্রতিষ্ঠান ড্যানিশ ফ্রুট ড্রিংকসের যৌথ উদ্যোগে এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড এ দেশীয় কারখানায় কমপক্ষে ১০ শতাংশ পাল্প ও কোনো প্রিজারভেটিভ ছাড়া ফ্রুট ড্রিংকস উৎপাদন আনুষ্ঠানিকভাবে শুরু করতে যাচ্ছে।

এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য ডেইলি স্টারকে বলেন, 'সানকুইক উৎপাদন শুরুর মাধ্যমে দেশের ফ্রুট ড্রিংকস বাজারে বৈপ্লবিক পরিবর্তন আনতে যাচ্ছে।'

এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডের ৪৯ দশমিক নয় শতাংশ শেয়ারের মালিক এসিআই এ পর্যন্ত প্রায় ৫০ কোটি টাকা বিনিয়োগ করেছে।

আগামী ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে তাদের কারখানা উদ্বোধন করা হবে।

তিনি জানান, কো-রো ব্র্যান্ড ও মানসম্পন্ন পানীয় দেশের ক্রেতাদের কাছে পৌঁছে দিতে ২০১৯ সালে সরাসরি বিনিয়োগের মাধ্যমে এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেড গড়ে তোলা হয়।

কো-রো এ/এস অন্তত ৮০ দেশে বাণিজ্য করছে। এশিয়ায় বেশ কয়েকটি দেশে তাদের অবস্থান শীর্ষে।

১৯৪২ সালে দুই ভাই ফ্লেমিং ও জেপ পিটারসেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনের বাইরে একটি ছোট রান্নাঘরে কো-রো প্রতিষ্ঠা করেন।

প্রতিষ্ঠানটির প্রধান ব্র্যান্ডগুলোর মধ্যে আছে সানকুইক, সানটপ, সান ললি ও সানকোলা।

প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে বলা আছে, স্থানীয় প্রতিষ্ঠানগুলোর সঙ্গে তারা প্রতি বছর সাড়ে তিন শ কোটির বেশি উচ্চমানের ফল-ভিত্তিক পানীয় ও আইস ললি সরবরাহ করে।

ওয়েবসাইটে আরও বলা হয়েছে, 'আমরা ১৯৬০ এর দশক থেকে বিশ্বের বেশ অনেকটি অঞ্চলে ব্যবসা করছি। মধ্যপ্রাচ্য, এশিয়া, ইউরোপ ও আফ্রিকায় আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে অন্যতম শীর্ষ অবস্থানে আছি।'

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আরও বলা হয়, 'আমরা এক সঙ্গে বাংলাদেশে সানকুইক ব্র্যান্ড চালু করব। এটি বাংলাদেশে আমাদের নতুন কারখানায় স্থানীয়ভাবে উৎপাদিত হবে।'

সংশ্লিষ্টদের মতে, ১৭ কোটি ১০ লাখের বেশি মানুষ নিয়ে বাংলাদেশ বিশ্বের পঞ্চম দ্রুত বর্ধমান বাজার।

বর্তমানে বাংলাদেশে ফ্রুট ড্রিংকসের বাজারে আকিজ, প্রাণ, আবুল খায়ের গ্রুপ, একমি ও সেজান প্রভাবশালী প্রতিষ্ঠান।

এসিআই কো-রো বাংলাদেশ লিমিটেডের সেই কর্মকর্তা আরও বলেন, 'বাংলাদেশ আয়তনের দিক থেকে ডেনমার্কের চেয়ে তিনগুণ বড়। এ দেশে জনসংখ্যার ঘনত্ব অত্যন্ত বেশি। এখানকার বাজারে ব্যবসা করা সহজ।'

Comments

The Daily Star  | English

Pathways to the downfall of a regime

The erosion in the credibility of the Sheikh Hasina regime did not begin in July 2024.

8h ago