২০২৩ সালে দেশের ব্যবসায়িক পরিবেশের অবনতি: জরিপ

দুর্বল অবকাঠামো, সংস্কারের ধীর গতি ও অর্থায়নে অসুবিধার কারণে ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে বাংলাদেশের ব্যবসায়িক পরিবেশের কিছুটা অবনতি হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রকাশিত বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইনডেক্স (বিবিএক্স) থেকে এ তথ্য জানা গেছে।
মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই) এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) প্রবর্তিত বিবিএক্স ২০২৩-২৪ অনুযায়ী, শূন্য থেকে ১০০ স্কেলে পরিমাপ করা দেশীয় সূচক ২০২৩ সালে ৫৮ দশমিক ৭৫ এ নেমে এসেছে, যা আগের বছর ৬১ দশমিক ৯৫ ছিল।
রাজধানীর গুলশানে এমসিসিআই কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে পিইবির চেয়ারম্যান এম মাসরুর রিয়াজ বলেন, 'ব্যবসায়িক পরিস্থিতি উন্নয়নে উল্লেখযোগ্য সংস্কার প্রয়োজন।'
মোট ৫২০টি ক্ষুদ্র, মাঝারি ও বৃহৎ শিল্প প্রতিষ্ঠানের ওপর এ জরিপ চালিয়ে বাংলাদেশ বিজনেস ক্লাইমেট ইনডেক্স তৈরি করা হয়েছে।
Comments