‘নবায়নযোগ্য বিদ্যুতে চীনা বিনিয়োগের জন্য সঞ্চালন অবকাঠামো জোরালো করা দরকার’

‘অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও সঞ্চালন অবকাঠামোর উন্নয়ন না হলে চীনা বিনিয়োগকারীরা এ দেশের নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী হবেন না।’
নবায়নযোগ্য বিদ্যুৎ
রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশের নবায়নযোগ্য বিদ্যুতে বিদেশি বিনিয়োগের ওপর সিপিডির আলোচনা সভা। ছবি: স্টার

দেশে নবায়নযোগ্য বিদ্যুতে চীনা বিনিয়োগ টানতে সঞ্চালন অবকাঠামো জোরালো করা দরকার বলে মত দিয়েছে গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)।

প্রতিষ্ঠানটি মনে করে, 'অনেক সম্ভাবনা থাকা সত্ত্বেও সঞ্চালন অবকাঠামোর উন্নয়ন না হলে চীনা বিনিয়োগকারীরা এ দেশের নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে বিনিয়োগে আগ্রহী হবেন না।'

স্বল্পমেয়াদী 'বিল্ড-অপারেট-ট্রান্সফার (বিওটি) মডেল গ্রহণ করে নবায়নযোগ্য বিদ্যুৎ খাতে অবকাঠামোগত সংকট দূর করে চীনা বিনিয়োগকারীদের প্রত্যাশা পূরণ করা যেতে পারে বলেও মত দিয়েছে সিপিডি।

আজ বৃহস্পতিবার রাজধানীর লেকশোর হোটেলে বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানিতে বিদেশি বিনিয়োগ বিশেষ করে চীনা বিনিয়োগের ওপর আলোচনা সভায় এসব কথা জানানো হয়।

অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।

এই খাতে বেশকিছু ঝুঁকি আছে উল্লেখ করে তিনি বলেন, 'এর মধ্যে আছে অর্থ, আমলাতান্ত্রিক জটিলতা ও তহবিল সংকট।'

তিনি বলেন, 'অন্যান্য সংকটের মধ্যে আছে জমি অধিগ্রহণ, সামাজিক গ্রহণযোগতা, গ্রিডের স্বল্পতা ও ঋণের ঝুঁকি।'

তা মতে, 'চীনা বিনিয়োগকারীদের একটি বড় উদ্বেগের বিষয় হচ্ছে আন্তর্জাতিক আইন না অনুসরণ না করে বাংলাদেশ সরকার অভ্যন্তরীণ উপায়ে দ্বন্দ্ব দূর করতে চায়।'

'এ ছাড়াও, চলমান রিজার্ভ সংকট ও মুনাফা ডলারে নিজ দেশে নিয়ে যাওয়াসহ বিদেশি বিনিয়োগকারীদের পর্যাপ্ত সুবিধা না দেওয়াও সংকট তৈরি করেছে' বলেও মনে করেন তিনি।

Comments