চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার

ছবি: সংগৃহীত

খাদ্য নিরাপত্তা জোরদার ও সাধারণ মানুষের কাছে চাল সহজলভ্য করতে চাল আমদানিতে শুল্ক ও নিয়ন্ত্রণ শুল্ক প্রত্যাহারের ঘোষণা দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের প্রধান কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ ঘোষণা দেওয়া হয়।

এর ফলে বাজারে চালের সরবরাহ বৃদ্ধি করার মাধ্যমে ভোক্তাদের জন্য মূল্য সাশ্রয়ী সীমার মধ্যে রাখা যাভে বলে আশা করছে এনবিআর।

আগে চালের আমদানি শুল্ক ১৫ শতাংশের পাশাপাশি রেগুলেটরি ডিউটি ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছিল। নতুন বিজ্ঞপ্তির মাধ্যমে, এই শুল্কগুলো বাদ দিয়ে শুধু ২ শতাংশ অগ্রিম আয়কর রাখা হয়েছে। এই কৌশলগত হ্রাসের ফলে চালের আমদানি মূল্য কেজিপ্রতি প্রায় ৯ টাকা ৬০ পয়সা কমবে বলে আশা করা হচ্ছে।

এনবিআর আশাবাদ ব্যক্ত করে বলেছে, নীতি পরিবর্তনের ফলে বাজারে চালের প্রাপ্যতা বাড়বে। এতে ভোক্তারা লাভবান হবেন এবং সাধারণ ক্রেতার জন্য দাম স্থিতিশীল রাখতে সহায়তা করবে।

এই কার্যকরি পদক্ষেপ বাংলাদেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের অঙ্গীকারের প্রতিফলন।

বন্যার কারণে চালের উৎপাদন ব্যাপকহারে কমে যাওয়ার প্রতিক্রিয়ায় স্থানীয় বাজারে সরবরাহ ও দাম স্থিতিশীল রাখতে চালের বর্তমান আমদানি শুল্ক প্রত্যাহারের সুপারিশ করেছিল বাংলাদেশ বাণিজ্য ও ট্যারিফ কমিশন।

Comments

The Daily Star  | English
Jatiya Party head office set on fire

DMP prohibits gatherings in Kakrail ahead of JP rally

Dhaka Metropolitan Police have prohibited all meetings, gatherings, processions, and demonstrations at the Jatiyo Party's office in Kakrail and surrounding areas tomorrow, ahead of the party's rally and the ongoing standoff between two groups

1h ago