রাষ্ট্রায়ত্ত শিল্পপ্রতিষ্ঠান এটলাস ও হোন্ডার চুক্তি

শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নিয়ন্ত্রণাধীন প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল) এবং বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের (বিএইচএল) মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়েছে।
আজ বুধবার বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের কনফারেন্স রুমে এই চুক্তি হয়।
এর ফলে হোন্ডা ব্র্যান্ডের সব মডেলের মোটরসাইকেল ডিপিএম (ডিরেক্ট প্রকিউরমেন্ট মেথড) পদ্ধতিতে এককভাবে এটলাস বাংলাদেশ লিমিটেড সরবরাহ করবে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান এম.এ. কামাল বিল্লাহ, পরিচালক (অর্থ), পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন), পরিচালক (বাণিজ্যিক), পরিচালক (উৎপাদন ও প্রকৌশল), বিএসইসি সচিব, এবং এবিএলর ব্যবস্থাপনা পরিচালক মো. আজিবর রহমান ও প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিএইচএলর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সুসুমু মরিসাওয়া, চিফ মার্কেটিং অফিসার শাহ মুহাম্মদ আশেকুর রহমান, মহাব্যবস্থাপক (সেলস অ্যান্ড মার্কেটিং) হিরোনরি কিজিমা এবং সিনিয়র সহকারী ব্যবস্থাপক আহমেদ নাফিস আল ইসলাম উপস্থিত ছিলেন।
এম.এ. কামাল বিল্লাহ বলেন, প্রতিষ্ঠাকাল থেকে এবিএল বিশ্ববিখ্যাত জাপানি ব্র্যান্ড হোন্ডার সঙ্গে ব্যবসায়িক কার্যক্রম শুরু করে। স্বল্প বিরতির পর আবারও হোন্ডাকে এবিএলর সঙ্গে যুক্ত করতে পেরে আমরা আনন্দিত। রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠান এবিএল এবং বিএসইসির ব্যবসায়িক অংশীদার বিএইচএলর মধ্যে সম্পাদিত চুক্তির মাধ্যমে দেশের সব সরকারি দপ্তর-সংস্থা, বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (বিআরইবি) অধীনে সব পল্লী বিদ্যুৎ সমিতি, বাংলাদেশ পুলিশ, বাংলাদেশ গ্রাম ও প্রতিরক্ষা বাহিনী, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এবং সরকারি তহবিলে পরিচালিত এনজিও পৃথিবীর বিখ্যাত হোন্ডা ব্র্যান্ড মোটরসাইকেল পাবলিক প্রকিউরমেন্ট আইন ২০০৮ অনুযায়ী সরাসরি ক্রয় পদ্ধতিতে (ডিপিএম) সরবরাহ নিতে পারবে। যার মাধ্যমে দেশীয় শিল্পের বিকাশ এবং বৈদেশিক মুদ্রার সাশ্রয় হবে।
সুসুমু মরিসাওয়া বলেন, হোন্ডা যুক্তিসঙ্গত মূল্যে সর্বোচ্চ মানের পণ্য সরবরাহের মাধ্যমে সমাজে গতিশীলতার আনন্দ ও স্বাধীনতা ছড়িয়ে দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ। এ চুক্তির ফলে উভয় পক্ষই পারস্পরিক লাভবান হবে।
আজিবর রহমান বলেন, এ চুক্তির ফলে হোন্ডা ব্র্যান্ডের সব মডেলের মোটরসাইকেল ডিপিএম প্রক্রিয়ায় এককভাবে এটলাস বাংলাদেশ লিমিটেড সরবরাহ করবে। সব সরকারি দপ্তর এবং সংস্থার চাহিদা অনুযায়ী শতভাগ হোন্ডা ব্রান্ডের মোটরসাইকেল সরবরাহ করা সম্ভব হবে। এতে করে উভয় প্রতিষ্ঠান ব্যবসায়িকভাবে লাভবান হবে।
Comments