বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি কাজী খলীকুজ্জমান, সাধারণ সম্পাদক আইনুল

বাংলাদেশ অর্থনীতি সমিতি

বাংলাদেশ অর্থনীতি সমিতির কার্যনির্বাহক কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও সাধারণ সম্পাদক হয়েছেন অধ্যাপক ড. মো. আইনুল ইসলাম। নতুন কমিটি আগামী দুই বছরের (২০২৪-২৬) জন্য দায়িত্ব পালন করবে।

আজ রোববার বাংলাদেশ অর্থনীতি সমিতির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শনিবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে বাংলাদেশ অর্থনীতি সমিতির দুই দিনব্যাপী ২২তম দ্বিবার্ষিক সম্মেলন-২০২৪ শেষ হয়। এখানে সারা দেশের প্রায় চার হাজার পেশাজীবী অর্থনীতিবিদের সম্মেলন হয়।

কার্যনির্বাহী কমিটির নির্বাচনে ড. কাজী খলীকুজ্জমান আহমদ ও অধ্যাপক ড. মো. আইনুল ইসলামের প্যানেল সভাপতি-সাধারণ সম্পাদকসহ ২৯টি পদের মধ্যে ২৭টি পদে জয় লাভন করে।

এছাড়াও নির্বাচনে জয়ী অন্যান্যরা হলেন- সহসভাপতি যথাক্রমে ড. জামালউদ্দিন আহমেদ, এ জেড এম সালেহ্, ড. মো. লিয়াকত হোসেন মোড়ল, সৈয়দা নাজমা পারভীন পাপড়ি (স্বতন্ত্র) ও মো. মোস্তাফিজুর রহমান সরদার; কোষাধ্যক্ষ বদরুল মুনির; যুগ্মসম্পাদক শেখ আলী আহমেদ টুটুল, মোহাম্মদ আকবর কবীর; সহসম্পাদক নেছার আহমেদ, মনছুর এম ওয়াই চৌধুরী, মো. জাহাঙ্গীর আলম, পার্থ সারথী ঘোষ ও সৈয়দ এসরারুল হক সোপেন; সদস্য অধ্যাপক ড. আবুল বারকাত (গঠনতন্ত্রবলে), অধ্যাপক হান্নানা বেগম, অধ্যাপক ড. মো. মোয়াজ্জেম হোসেন খান, অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম সিকদার, অধ্যাপক শাহানারা বেগম, ড. নাজমুল ইসলাম, ড. শাহেদ আহমেদ, অধ্যাপক ড. মোহাম্মদ সাদেকুন্নবী চৌধুরী, অধ্যাপক ড. মো. আলমগীর হোসেন ভূঁইয়া, মো. মোজাম্মেল হক, অধ্যাপক ড. মো. মোরশেদ হোসেন, অধ্যাপক মো. আখতারুজ্জামান খান ও খোরশেদুল আলম কাদেরী।

Comments

The Daily Star  | English
remittance earning of Bangladesh

Bangladesh’s forex reserves cross $25b again

However, as per BB’s calculation, the figure stands at $30.07 billion

4h ago