সবচেয়ে ব্যয়বহুল শহর সিঙ্গাপুর ও জুরিখ

বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহর, সিঙ্গাপুর, জুরিখ,
সিঙ্গাপুর। রয়টার্স ফাইল ফটো

সিঙ্গাপুর ও জুরিখ এ বছর বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের তালিকায় জায়গা পেয়েছে। এর পরেই আছে জেনেভা, নিউইয়র্ক ও হংকং। ইকোনমিস্ট ইনটেলিজেন্স ইউনিটের (ইআইইউ) বার্ষিক জরিপে এমন তথ্য উঠে এসেছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট (ইআইইউ) বৃহস্পতিবার জরিপের ফল প্রকাশ করেছে।

ইআইইউ জানিয়েছে, ২০০টির বেশি পণ্য ও সেবার দাম স্থানীয় মুদ্রায় বছরে গড়ে ৭ দশমিক ৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে। যা গত বছরের রেকর্ড ৮ দশমিক ১ শতাংশ বৃদ্ধি থেকে কম হলেও এখনো '২০১৭-২০২১ সালের প্রবণতার তুলনায় উল্লেখযোগ্য বেশি'।

বেশ কয়েকটি ক্যাটাগরিতে উচ্চমূল্যের কারণে গত এগারো বছরের মধ্যে নবম বারের মতো এই তালিকার শীর্ষে আছে সিঙ্গাপুর।

এছাড়া, শহরটিতে গাড়ির সংখ্যার ওপর কঠোর সরকারি নিয়ন্ত্রণের কারণে বিশ্বের সর্বোচ্চ যানবাহন খরচ সিঙ্গাপুরে। শহরটি পোশাক, মুদি ও অ্যালকোহলের জন্যও সবচেয়ে ব্যয়বহুল।

সুইস মুদ্রার শক্তি এবং মুদি, গৃহস্থালি পণ্য ও বিনোদনে উচ্চ ব্যয়ের জন্য তালিকার শীর্ষে উঠে এসেছে জুরিখ।

জেনেভা ও নিউইয়র্ক যৌথভাবে তৃতীয়, হংকং পঞ্চম এবং লস অ্যাঞ্জেলেস ষষ্ঠ স্থানে আছে।

Comments

The Daily Star  | English

Parties agree on chief justice appointment, limiting emergency powers

Manifesto provision allows top-two judge choice; cabinet to approve emergency declaration

36m ago