৩ ট্রিলিয়ন ডলার ক্লাবে মাইক্রোসফটের বাজার মূলধন

মাইক্রোসফট, অ্যাপল, আইফোন, গুগল, ৩ ট্রিলিয়ন ডলারের ক্লাবে মাইক্রোসফটের বাজার মূলধন,
রয়টার্স ফাইল ফটো

টেক জায়ান্ট মাইক্রোসফটের বাজার মূলধন প্রথমবারের মতো তিন ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। তাই বর্তমানে অ্যাপলের পরেই মাইক্রোসফটের অবস্থান দ্বিতীয়।

আজ বৃহস্পতিবার রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রয়টার্স বলছে, বছরের শুরু থেকে মাইক্রোসফট ও অ্যাপলের শেয়ার ওয়াল স্ট্রিটের সবচেয়ে মূলধনযুক্ত শেয়ার হিসেবে শীর্ষ স্থানের প্রতিযোগিতা করছে। জানুয়ারির শুরুতে কিছু সময়ের জন্য অ্যাপল শীর্ষস্থান হারিয়েছিল মাইক্রোসফটের কাছে।

মাইক্রোসফটের শেয়ারের দাম ১ দশমিক ৭ শতাংশ বেড়ে ৪০৫ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে। এতে কোম্পানিটির বাজার মূলধন তিনি ট্রিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করতে পেরেছে। পরে শেয়ারের দাম কিছুটা কমে ৪০২ দশমিক ৫৬ ডলার শেষ হয়। এতে মাইক্রোসফটের বাজার মূলধন ২ দশমিক ৯৯ ট্রিলিয়ন ডলারে নেমে আসে। কিন্তু শেয়ারের দাম ৪০৩ দশমিক ৬৫ ডলার হলেই বাজার মূলধন তিন ট্রিলিয়ন ডলারের ওপরে থাকত।

এলএসইজির তথ্য অনুযায়ী, অ্যাপলের শেয়ারের দাম আগের দিনের চেয়ে শূন্য ৩৫ শতাংশ কমে ১৯৪ দশমিক ৫০ ডলারে দাঁড়িয়েছে। তাদের বাজার মূলধন তিন ট্রিলিয়ন ডলার।

মাইক্রোসফট এখন তাদের ফ্ল্যাগশিপ, সফটওয়্যার পণ্যে ওপেনএআইয়ের প্রযুক্তি ব্যবহার করছে। পাশাপাশি বিং সার্চ ইঞ্জিনের নতুন সংস্করণ চালু করেছে। তাই ধারণা করা হচ্ছে প্রভাবশালী সার্চ ইঞ্জিন গুগলের সঙ্গে ভালো প্রতিযোগিতা করবে মাইক্রোসফট।

অন্যদিকে অ্যাপলের আইফোনের চাহিদা কিছুটা কমেছে। বিশেষ করে চীনে কোম্পানিটি হুয়াওয়ে টেকনোলজিসের মতো প্রতিদ্বন্দ্বীদের সঙ্গে কঠোর প্রতিযোগিতার মুখে পড়েছে। তাই বিক্রি বাড়াতে তারা গ্রাহকদের জন্য ছাড় দিতে বাধ্য হচ্ছে।

এ বছর মাইক্রোসফটের শেয়ারের গড় দাম ৪২৫ ডলার হতে পারে রয়টার্সকে পূর্বাভাস দিয়েছেন ৫৪ জন বাজার বিশ্লেষক। তারা গ্রাহকদের মাইক্রোসফটের শেয়ার কেনার পরামর্শ দিয়েছে।

Comments

The Daily Star  | English

Trump slaps allies Japan, South Korea with 25% tariffs

In near-identically worded letters to the Japanese and South Korean leaders, Trump said the tariffs would apply from August 1

2h ago