১১ ট্রিলিয়ন ডলারের বিশ্ব পর্যটন শিল্প, নতুন রেকর্ড

বিশ্ব পর্যটন
ভিয়েতনামে পর্যটক। ছবি: রয়টার্স ফাইল ফটো

চলতি বছর বৈশ্বিক প্রেক্ষাপটে একজন মানুষের প্রতি ১০ ডলারের এক ডলার খরচ হচ্ছে পর্যটনে। এই খরচ যাচ্ছে হোটেল বুকিং প্রমোদতরী ও উড়োজাহাজ বুকিংয়ে।

সম্প্রতি ওয়ার্ল্ড ট্রাভেল অ্যান্ড টুরিজমের (ডব্লিউটিটিসি) বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, জনসম্পৃক্ততা বেড়ে যাওয়ায় বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধিতে পর্যটন শিল্প খুবই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।

ডব্লিউটিটিসির তথ্য মতে, চলতি বছর বৈশ্বিক জিডিপি প্রবৃদ্ধিতে পর্যটনের অবদান এর আগের বছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক এক শতাংশ বেড়ে হয়েছে ১১ দশমিক এক ট্রিলিয়ন ডলার। ২০১৯ সালের হিসাবে এই প্রবৃদ্ধি সাড়ে সাত শতাংশ।

ডব্লিউটিটিসির প্রধান নিবার্হী জুলিয়া সিম্পসন বার্তা সংস্থাটিকে বলেন, 'গত বছর বেশকিছু কারণে বৈশ্বিক মন্দা ও উচ্চ মূল্যস্ফীতি সত্ত্বেও পর্যটন খাত এখন বিশ্বব্যাপী প্রকৃত অর্থনৈতিক কেন্দ্র।'

বৈশ্বিক পর্যটনে যুক্তরাষ্ট্র, চীন ও জার্মানির অবদান বাড়ছে বলেও প্রতিবেদেন উল্লেখ করা হয়েছে।

এতে আরও বলা হয়, চলতি বছর পর্যটন খাতে কর্মসংস্থান ৩৪৮ মিলিয়ন। ২০১৯ সালের তুলনায় এই সংখ্যা ১৩ দশমিক ছয় মিলিয়ন বেশি।

পর্যটকদের বাড়তি চাপ সামলাতে এই খাতে কর্মসংস্থান ক্রমাগত বাড়ছে।

ইউএস ট্রাভেল অ্যাসোসিয়েশনের হিসাবে, যুক্তরাষ্ট্রে পর্যটন খাতে বর্তমানে আরও এক মিলিয়ন মানুষের কাজের সুযোগ আছে। গত বছর এই খাতে কর্মরত ছিলেন ২৭ মিলিয়ন মানুষ।

Comments

The Daily Star  | English

Chhatra Dal rally begins at Shahbagh

BNP’s Acting Chairman Tarique Rahman joined the rally virtually as the chief guest

3h ago