দাম কমাতে ১৪১,৭৯৬ টন মজুদ চাল নিলামে তুলবে জাপান

জাপানি চাল
ছবি: এএফপি

বাড়তি দাম নিয়ন্ত্রণে জাপান সরকার মজুদে থাকা ১৪১,৭৯৬ টন চাল নিলামে বিক্রি করবে।

গতকাল শুক্রবার দেশটির কৃষি মন্ত্রণালয় নিলামের দরপত্র জমা দেওয়া প্রতিষ্ঠানগুলোকে নির্বাচিত করেছে।

দ্য জাপান টাইমসের প্রতিবেদনে বলা হয়—প্রতি ৬০ কেজি চাল ২১ হাজার ২১৭ ইয়েনে বিক্রি করা হবে। চলতি মাসের শেষে এসব চাল বাজারে আসবে।

'চালের দাম কমবে' এমন আশা করে জাপানের কৃষিমন্ত্রী তাকু ইতো সংবাদ সম্মেলনে বলেন, 'এত চাল বাজারে ছাড়া হলে স্বাভাবিক নিয়মে চাহিদা ও যোগানের ভারসাম্য তৈরি হবে। আশা করছি, ক্রেতারা সুফল পাবেন।'

তবে বাজার বিশ্লেষকরা মনে করছেন, যেহেতু অনেক ব্যবসায়ী চলতি বছরে ৬০ কেজি চাল ৩০ হাজার ইয়েনে সংগ্রহ করবে তাই চালের দাম আগামীতে বেড়ে যেতে পারে।

কৃষিমন্ত্রী বলেন, এই মাসে আরও ৭০ হাজার টন চাল নিলামে তোলা হবে। তিনি অতিরিক্ত আরও চাল বাজারে তোলার বিষয়টি চিন্তা করছেন।

অপর দিকে, মজুদে রাখতে আগামী মাসে দুই লাখ টন চাল কেনার কথা ভাবছে সরকার।

নিলামে যে চাল কেনা হবে তা পাইকারি বিক্রেতাদের মাধ্যমে খুচরা ক্রেতাদের কাছে পৌঁছাবে।

Comments

The Daily Star  | English
shutdown at Jagannath University

Students, teachers call for JnU 'shutdown'

JnU students have continued their blockade at the capital's Kakrail intersection for the second consecutive day

4h ago