সমুদ্রপথে পাকিস্তানি মাংস আমদানিতে আরব আমিরাতের নিষেধাজ্ঞা

মাংসের চালানে ছত্রাক পাওয়ায় পাকিস্তান থেকে সমুদ্রপথে হিমায়িত মাংস আমদানি নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত।
মাংস, পাকিস্তান, আরব আমিরাত, সমুদ্রপথ, করাচি,
করাচি বন্দর এলাকা। রয়টার্স ফাইল ফটো

মাংসের চালানে ছত্রাক পাওয়ায় পাকিস্তান থেকে সমুদ্রপথে হিমায়িত মাংস আমদানি নিষিদ্ধ করেছে সংযুক্ত আরব আমিরাত।

আজ বৃহস্পতিবার পাকিস্তানি সংবাদমাধ্যম ডনের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যমটি জানিয়েছে, করাচির একটি কোম্পানি সমুদ্রপথে মাংসের এই চালানটি পাঠিয়েছিল। পুরো চালানটি সংযুক্ত আরব আমিরাত কর্তৃপক্ষ ধ্বংস করেছে। একইসঙ্গে অন্তত আগামী ১০ অক্টোবর পর্যন্ত সামুদ্রিক চ্যানেলগুলোর মাধ্যমে পাকিস্তান থেকে হিমায়িত মাংসের আমদানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে আরব আমিরাত। তবে, আকাশপথে মাংস রপ্তানি অব্যাহত থাকবে।

ডনের প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সংযুক্ত আরব আমিরাতে প্রতি বছর প্রায় ১৪৪ মিলিয়ন ডলারের মাংস রপ্তানি করে।

Comments