অক্টোবরে শ্রীলঙ্কার মূল্যস্ফীতি বেড়ে ১ শতাংশ

শ্রীলঙ্কার ভোক্তা মূল্যস্ফীতি সেপ্টেম্বরের শূন্য দশমিক ৮ শতাংশ থেকে সামান্য বেড়ে অক্টোবরে ১ শতাংশ হয়েছে।
মূল্য সংযোজন কর, ভ্যাট, কর, শ্রীলঙ্কা,
শ্রীলঙ্কার কলম্বোতে একজন জুতা দোকানি ক্রেতার জন্য অপেক্ষা করছেন। রয়টার্স ফাইল ফটো

শ্রীলঙ্কার ভোক্তা মূল্যস্ফীতি সেপ্টেম্বরের শূন্য দশমিক ৮ শতাংশ থেকে সামান্য বেড়ে অক্টোবরে ১ শতাংশ হয়েছে।

আজ মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

দেশটি প্রতি মাসে ২১ দিনের ব্যবধানে জাতীয় ভোক্তা মূল্য সূচক প্রকাশ করে থাকে।

শ্রীলঙ্কার আদমশুমারি ও পরিসংখ্যান বিভাগ এক বিবৃতিতে জানিয়েছে, অক্টোবের খাদ্যদ্রব্যের দাম আগের বছরের তুলনায় ৫ দশমিক ২ শতাংশ কমেছে।

Comments

The Daily Star  | English

WB cuts FY25 growth forecast to 4 percent

The World Bank has slashed its forecast for Bangladesh’s economic growth by 1.7 percentage points to 4 percent due to “significant uncertainties following recent political turmoil” and “data unavailability”.

1h ago