বালুখেকোদের পেটে গোমতীর তীর
এক সময়ের খরস্রোতা গোমতী নদী এখন দখল, দূষণে বিপর্যস্ত। নদীর কোথাও জলের ক্ষীণধারা বয়ে চলেছে, কোথাও জেগেছে চর। নদী থেকে নির্বিচারে বালু উত্তোলনের কারণেও নদীর স্বাস্থ্য ক্ষয় হচ্ছে।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে গোমতীর তীর দখল করে নিয়েছে বালু ব্যবসায়ীরা। নদী থেকে উত্তোলিত বালু পরিবহনের আগে এখানে স্তূপ করে রাখা হয়। ফলে এই অংশে গোমতীর তীর অনেকাংশে সংকুচিত হয়ে এসেছে।
সম্প্রতি ছবিটি তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী আনিসুর রহমান।
Comments