ঢাকার আকাশে পূর্ণ চন্দ্রগ্রহণ

রাজধানী ঢাকার আকাশ থেকে আজ মঙ্গলবার সন্ধ্যায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেছে। এটাই ছিল বছরের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ।
ঢাকার আকাশ থেকে পূর্ণ চন্দ্রগ্রহণের টাইম-ল্যাপস দৃশ্য। ছবি: শেখ মেহেদী মোর্শেদ/স্টার

রাজধানী ঢাকার আকাশ থেকে আজ মঙ্গলবার সন্ধ্যায় পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ দেখা গেছে। এটাই ছিল বছরের শেষ পূর্ণ চন্দ্রগ্রহণ।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানায়, ঢাকার আকাশে আজ সন্ধ্যা ৫টা ১২ মিনিট থেকে ৭টা ৫৭ মিনিট পর্যন্ত পূর্ণ চন্দ্রগ্রহণ প্রত্যক্ষ করা গেছে।

চাঁদ ও সূর্যের মাঝামাঝি একই সরলরেখায় পৃথিবী চলে এলে চন্দ্রগ্রহণ হয়। তখন পৃথিবীর আড়ালে থাকায় সূর্যের আলো চাঁদে পৌঁছাতে পারে না। আজ যেহেতু পৃথিবীর ছায়ায় চাঁদের পুরোটা ঢাকা পড়ে, তাই এটিকে পূর্ণ চন্দ্রগ্রহণ বলা হচ্ছে। আংশিক ঢাকা পড়লে বলা হতো আংশিক বা খণ্ডগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশ পরিষ্কার থাকলে খালি চোখেই চন্দ্রগ্রহণের দেখা মেলে।

চলতি বছর এটি দ্বিতীয় চন্দ্রগ্রহণ। গত মে মাসে হয় বছরের প্রথম চন্দ্রগ্রহণ। পরবর্তী পূর্ণ চন্দ্রগ্রহণ হবে ২০২৫ সালে। তবে সেসময় পর্যন্ত বহু আংশিক চন্দ্রগ্রহণ হবে।

Comments

The Daily Star  | English

Former public admin minister Farhad arrested

Former Public Administration minister Farhad Hossain was arrested from Dhaka's Eskaton area

6m ago