ভয়াল বাতাস

এই প্রবল দুর্যোগের ভেতরেও বাড়ির পোষা মুরগিটিকে সঙ্গে নিতে ভোলেননি তারা। ছবিতে উল্টে যাওয়া ছাতাটি দেখে বাতাসের প্রাবল্যও বোঝা যাচ্ছে।
ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কক্সবাজার জেলা শহর ও টেকনাফের উপকূলে বৃষ্টির পরিমাণ ও বাতাসের বেগ বেড়েছে। এই প্রবল বাতাসের মধ্যে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের এই দম্পতি সন্তান কোলে আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়াচ্ছেন। এই প্রবল দুর্যোগের ভেতরেও বাড়ির পোষা মুরগিটিকে সঙ্গে নিতে ভোলেননি তারা। ছবিতে উল্টে যাওয়া ছাতাটি দেখে বাতাসের প্রাবল্যও বোঝা যাচ্ছে। ছবি: প্রবীর দাশ/স্টার

ঘূর্ণিঝড় মোখার প্রভাবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কক্সবাজার জেলা শহর ও টেকনাফের উপকূলে বৃষ্টির পরিমাণ ও বাতাসের বেগ বেড়েছে। এই প্রবল বাতাসের মধ্যে টেকনাফ উপজেলার শাহপরীর দ্বীপের এই দম্পতি সন্তান কোলে আশ্রয়কেন্দ্রের দিকে দৌড়াচ্ছেন।

এই প্রবল দুর্যোগের ভেতরেও বাড়ির পোষা মুরগিটিকে সঙ্গে নিতে ভোলেননি তারা। উল্টে যাওয়া ছাতাটি দেখে বাতাসের প্রাবল্যও বোঝা যাচ্ছে।

বাংলাদেশ মানচিত্রের সর্বদক্ষিণের স্থানটির নাম এই শাহপরীর দ্বীপ। ছবি: প্রবীর দাশ/স্টার

বাংলাদেশ মানচিত্রের সর্বদক্ষিণের স্থানটির নাম এই শাহপরীর দ্বীপ। তিনটি ওয়ার্ড নিয়ে গঠিত এই এলাকার লোকসংখ্যা প্রায় ৪০ হাজার। ১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে মারত্মক ক্ষতির শিকার হয়েছিলেন এই দ্বীপের বাসিন্দারা।

দ্বীপ হলেও সড়ক যোগাযোগ আছে এখানে। ঘূর্ণিঝড় মোখার আঘাত থেকে দ্বীপবাসীদের রক্ষায় এবার এখানে ৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। ছবি: প্রবীর দাশ/স্টার

দ্বীপ হলেও সড়ক যোগাযোগ আছে এখানে। ঘূর্ণিঝড় মোখার আঘাত থেকে দ্বীপবাসীদের রক্ষায় এবার এখানে ৫টি আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

১৯৯১ সালের ২৯ এপ্রিলের প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে মারত্মক ক্ষতির শিকার হয়েছিলেন এই দ্বীপের বাসিন্দারা। ছবি: প্রবীর দাশ/স্টার

আজ রোববার সকালে শাহপরীর দ্বীপ থেকে ছবিগুলো তুলেছেন দ্য ডেইলি স্টারের আলোকচিত্রী প্রবীর দাশ

Comments

The Daily Star  | English

Cardiac Implants For Children: Top hospitals using unauthorised devices

Unauthorised companies are smuggling a number of cardiac medical devices into the country and selling those to some of Dhaka’s top public and private hospitals without proper vetting, raising questions about health regulations and patient safety.

5h ago