সোনালী, অগ্রণী ও রূপালী ব্যাংকে নতুন এমডি নিয়োগ

দেশের রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী ও রূপালী এই ৩ ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।
৩ ব্যাংক

দেশের রাষ্ট্রায়ত্ত সোনালী, অগ্রণী ও রূপালী এই ৩ ব্যাংকে নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ দিয়েছে সরকার।

এ ৩ জনের নিয়োগ দিয়ে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ আজ রোববার ৩টি পৃথক প্রজ্ঞাপন জারি করে।

সোনালী ব্যাংকের এমডি হয়েছেন বাংলাদেশ হাউস বিল্ডিং ফাইন্যান্স করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক আফজাল করিম। তিনি  আতাউর রহমান প্রধানের স্থলাভিষিক্ত হচ্ছেন।

সোনালী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) মুরশেদুল কবিরকে অগ্রণী ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এর আগে এই পদে ছিলেন শামস-উল ইসলাম।

রূপালি ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর পদোন্নতি পেয়ে একই ব্যাংকের এমডি হয়েছেন। তিনি ওবায়েদ উল্লাহ আল মাসুদের স্থলাভিষিক্ত হচ্ছেন।

এই ৩ জন আগামী ৩ বছরের জন্য দায়িত্ব পালন করবেন।

Comments