ডিজিটাল ব্যাংকে বিনিয়োগ করবে সিটি ব্যাংক

স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকে ১৩ কোটি ৮৮ লাখ টাকা বিনিয়োগ করতে যাচ্ছে সিটি ব্যাংক লিমিটেড।
ডিজিটাল ব্যাংক, সিটি ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ডিএসই,

স্পন্সর শেয়ারহোল্ডার হিসেবে প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকে ১৩ কোটি ৮৮ লাখ টাকা বিনিয়োগ করতে যাচ্ছে সিটি ব্যাংক লিমিটেড।

বেসরকারি বাণিজ্যিক ব্যাংকের পক্ষ থেকে বলা হয়, তাদের বোর্ড ৯টি বাণিজ্যিক ব্যাংকের কনসোর্টিয়ামে যোগ দেওয়ার প্রস্তাব অনুমোদন করেছে, যারা একসঙ্গে ডিজিটাল ব্যাংকের জন্য আবেদন করবে।

প্রস্তাবিত ব্যাংকের নাম ডিজি১০ ব্যাংক পিএলসি।

সিটি ব্যাংক ১৩ কোটি ৮৮ লাখ টাকা বিনিয়োগ করে স্পন্সর শেয়ারহোল্ডার হওয়ার পরিকল্পনা করছে, যা প্রস্তাবিত ডিজিটাল ব্যাংকের ১২৫ কোটি টাকার প্রাথমিক পরিশোধিত মূলধনের ১১ দশমিক ১১ শতাংশ।
 

Comments