ব্যাংক

‘টাকা পে’ কার্ড চালু করল ৩ ব্যাংক

দেশের তিনটি ব্যাংক গতকাল প্রথমবারের মতো জাতীয় ডেবিট কার্ড ‘টাকা পে কার্ড’ চালু করেছে।
টাকা পে কার্ড চালু করল ৩ ব্যাংক
প্রতীকী ছবি

দেশের তিনটি ব্যাংক গতকাল প্রথমবারের মতো জাতীয় ডেবিট কার্ড 'টাকা পে কার্ড' চালু করেছে। এগুলো হলো ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক ও সোনালী ব্যাংক।

গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে এক অনুষ্ঠানে এই কার্ডের মোড়ক উন্মোচন করেন

ব্র্যাক ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টাকা পে কার্ড দিয়ে এটিএম থেকে নগদ টাকা উত্তোলন করা যাবে। পাশাপাশি পয়েন্ট অব সেলস মেশিন ও ই-কমার্স লেনদেনে এই কার্ড ব্যবহার করা যাবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংক পরিচালিত ন্যাশনাল পেমেন্ট সুইচের মাধ্যমে টাকা পে কার্ডের মাধ্যমে লেনদেন পরিচালিত হবে। সুতরাং এই লেনদেন নিরাপদ, সুরক্ষিত এবং নির্ভরযোগ্য হবে। এটি সাশ্রয়ী মূল্যের, সুবিধাজনক এবং ব্যবহার করা সহজ হবে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের আরেকটি উদ্যোগ টাকা পে কার্ড।

ব্যাংকাররা বলেন, জাতীয় ডেবিট কার্ড ভিসা ও মাস্টারকার্ডের মতো আন্তর্জাতিক কার্ড স্কিমগুলোর ওপর থেকে নির্ভরতা কমাবে এবং এর ফলে বৈদেশিক মুদ্রা সাশ্রয় হবে।

ব্যাংকাররা আরও জানিয়েছেন, টাকা পে কার্ড প্রাথমিকভাবে অভ্যন্তরীণ লেনদেনের জন্য ব্যবহার করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদারসহ কেন্দ্রীয় ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম আর এফ হুসাইন বলেন, এই কার্ড ব্যাংকিং খাতকে প্রযুক্তিতে আরও সজ্জিত ও স্বাবলম্বী করে তুলবে। আমরা এবং সমগ্র জাতি টাকা পে চালু করতে পেরে গর্বিত, কারণ এটি বাংলাদেশের প্রথম জাতীয় কার্ড স্কিম।

তিনি আরও বলেন, পাশাপাশি এটি গ্রাহকদের লেনদেনের খরচ সাশ্রয় করবে। আমরা মনে করি এটি ব্যাংকিং খাতের জন্য একটি বড় মাইলফলক, কারণ এটি দেশকে স্মার্ট বাংলাদেশের দিকে এক ধাপ এগিয়ে নিতে সহায়তা করবে।

Comments