সুপ্রিম কোর্টের আদেশে ন্যাশনাল ব্যাংকের এজিএম স্থগিত
সুপ্রিম কোর্টের আদেশে ন্যাশনাল ব্যাংক লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনির্দিষ্টকালের জন্য স্থগিতের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি।
আগামীকাল বৃহস্পতিবার ব্যাংকটির এজিএম হওয়ার কথা ছিল।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে এক বার্তায় ন্যাশনাল ব্যাংক জানিয়েছে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তাদের এজিএম স্থগিত থাকবে।
গতকাল সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার জজ আগামী ২১ জানুয়ারি পর্যন্ত ন্যাশনাল ব্যাংকের এজিএম আয়োজনে স্থগিতাদেশ দেন।
এর আগে, ব্যাংকটির এক পরিচালকের আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট ন্যাশনাল ব্যাংকের এজিএমের ওপর স্থগিতাদেশ দেন।
আদালত সূত্রে জানা গেছে, আবেদনকারী পরিচালক দাবি করেছেন যে ব্যাংকের এজিএম যেন ভার্চুয়ালি না হয়ে সবার উপস্থিতিতে হয়।
ব্যাংকের ভার্চুয়াল এজিএমের বিরোধিতা করে গত ১৭ ডিসেম্বর তিনি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আবেদন করেন।
তিনি সেসময় পরিচালক নিয়োগে ব্যাংকটির অনিয়মের অভিযোগও তোলেন।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুসারে, ন্যাশনাল ব্যাংক হচ্ছে সেই ছয় ব্যাংকের একটি যার খেলাপি ঋণ গত নয় মাসে প্রায় ৫৫ শতাংশ বেড়ে ২৭ হাজার ৯৩১ কোটি হয়েছে।
সংকটে পড়া অন্য পাঁচ ব্যাংক হচ্ছে—ওয়ান ব্যাংক, এবি ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক (বিসিবি), পদ্মা ব্যাংক ও আইসিবি ইসলামী ব্যাংক।
Comments