ইসলামী ব্যাংক থেকে সরে দাঁড়াচ্ছে আরেক স্পন্সর পরিচালক

বাংলাদেশ ইসলামিক সেন্টার শরিয়াহভিত্তিক ব্যাংকটি থেকে তাদের পুরো শেয়ার বিক্রি করতে যাচ্ছে।
 সৌদি আরব, আরবসাস ট্রাভেল অ্যান্ড ট্যুরিস্ট এজেন্সি, ইসলামী ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ,

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির করপোরেট স্পন্সর বাংলাদেশ ইসলামিক সেন্টার শরিয়াহভিত্তিক ব্যাংকটি থেকে তাদের পুরো শেয়ার বিক্রি করতে যাচ্ছে।

গতকাল বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসইতে) দেওয়া তথ্যে ইসলামী ব্যাংক বিষয়টি জানিয়েছে।

সেখানে বলা হয়েছে, যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থাটি তাদের ৩৪ লাখ শেয়ার আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পাবলিক ও ব্লক মার্কেটে প্রচলিত বাজার মূল্যে বিক্রি করবে।

গতকাল ডিএসইতে ইসলামী ব্যাংকের শেয়ার দর ৩২ টাকা ৬০ পয়সায় অপরিবর্তিত ছিল।

২০১৭ সালে এস আলম গ্রুপ দায়িত্ব নেওয়ার পর থেকে স্পন্সররা ইসলামী ব্যাংক ছাড়তে শুরু করে। এরপর থেকেই বাংলাদেশের সবচেয়ে বড় শরিয়াহভিত্তিক ব্যাংকটির আর্থিক অবস্থান অবনতি হতে শুরু করে।

এর আগে, গত বছরের জুনে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) তাদের শেয়ার বিক্রি করে দেয়। তার আগে, আরেক অন্যতম স্পন্সর মুস্তাফা আনোয়ার ২০২২ সালের শেষের দিকে তার ২ লাখ ২৬ হাজার ৩৩২ শেয়ারের মধ্যে ২ লাখ ২৬ হাজার শেয়ার বিক্রি করেন।

এছাড়া, স্পন্সর শেয়ারহোল্ডার ইবনে সিনা ট্রাস্ট ২০১৮ সালের এপ্রিলে তাদের ২ দশমিক ২৪ শতাংশ শেয়ার বিক্রি করে দেয়। গত বছর ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক তাদের পরিচালকের পদ প্রত্যাহার করে নেয়।

২০১৪ সালে, বাহরাইন ইসলামিক ব্যাংক তাদের সব শেয়ার বিক্রি করে দেয় এবং দুবাই ইসলামিক ব্যাংক ২০১৫ সালে একই পথ অনুসরণ করে।

এদিকে ইসলামী ব্যাংকের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, গত মে পর্যন্ত ব্যাংকটিতে স্থানীয় স্পন্সর ও পরিচালকদের ৩০ দশমিক ৯৩ শতাংশ, বিদেশি স্পন্সর ও পরিচালকদের ৪ দশমিক ৯৫ শতাংশ, প্রতিষ্ঠানের ৪২ দশমিক ৯৯ শতাংশ, বিদেশি বিনিয়োগকারীদের ১২ দশমিক ৯৬ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের ৮ দশমিক ১৬ শতাংশ মালিকানা আছে।

Comments

The Daily Star  | English

Political parties want road map to polls

Leaders of major political parties yesterday asked Chief Adviser Prof Muhammad Yunus for a road map to reforms and the next general election.

5h ago