আইএফআইসি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তাদের বিক্ষোভ

আইএফআইসি ব্যাংক, আইএফআইসিতে বিক্ষোভ, সালমান এফ রহমান,
আইএফআইসি ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেন চাকরিচ্যুত কর্মকর্তারা। ছবি: সংগৃহীত

আইএফআইসি ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তারা চাকরি ফিরিয়ে দেওয়ার দাবিতে ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে বিক্ষোভ করেছেন।

আজ রোববার সকাল দশটার দিকে এ বিক্ষোভ শুরু হয়। 

বিক্ষোভকারীদের অভিযোগ, ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যায়ভাবে তাদের চাকরিচ্যুত করেন।

ব্যাংকটির চেয়ারম্যান সালমান এফ রহমান ও সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ আলম সারোয়ারের শাস্তির দাবি জানান তারা।

Comments

The Daily Star  | English

JP central office vandalised, set ablaze

A group of unidentified people set fire to the central office of Jatiyo Party in Dhaka's Kakrail area this evening

42m ago