জুলাই-সেপ্টেম্বরে রূপালী ব্যাংকের মুনাফা ৬ কোটি টাকা

রূপালী ব্যাংক, ঢাকা স্টক এক্সচেঞ্জ, মুনাফা,

রূপালী ব্যাংক পিএলসির জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে মুনাফা হয়েছে ৬ কোটি ১৩ লাখ টাকা।

এছাড়া এ বছরের জানুয়ারি-সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংকটির মুনাফা হয়েছে ৪৯ কোটি ৮০ লাখ টাকা, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১৬ শতাংশ বেশি।

ব্যাংকটির অনিরীক্ষত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) দাঁড়িয়েছে ৪৩ পয়সা, যা গত বছরের একই সময়ে ছিল ৩৭ পয়সা।

আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পরিচালন আয় বাড়ার কারণে ইপিএস বেড়েছে।

তবে ২০২৪ সালের জানুয়ারি-সেপ্টেম্বর সময়ে রূপালী ব্যাংকের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) প্রায় ঋণাত্মক ১৮ টাকা ১০ পয়সায় দাঁড়িয়েছে। এজন্য আমানত কমে যাওয়া ও ঋণ বৃদ্ধিকে কারণ হিসেবে উল্লেখ করেছে ব্যাংকটি।

Comments

The Daily Star  | English

Debunking DMP claim, frame by frame

The Daily Star photographer, who was present at the scene, described the incident as it unfolded

51m ago