নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট আসছে ১ জুন

নতুন নোট। ছবি: বাংলাদেশ ব্যাংকের সৌজন্যে

নতুন নকশার ২০, ৫০ ও ১০০০ টাকার নোট ছাড়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

আসন্ন কোরবানির ঈদকে সামনে রেখে আগামী ১ জুন থেকে এসব নতুন নোট পাওয়া যাবে।

বাংলাদশ ব্যাংক সূত্র জানায়, নতুন নোটগুলো প্রাথমিকভাবে কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস থেকে সরবরাহ করা হবে। পরে ঢাকার বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের নির্ধারিত শাখার মাধ্যমে এসব নোট বাজারে আসবে।

নতুন নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি থাকবে না বলে জানা গেছে।

ঈদের সময় সাধারণত নতুন ও চকচকে নোটের চাহিদা সাধারণত বেড়ে যায়। 

তবে, বঙ্গবন্ধুর ছবি সম্বলিত বিদ্যমান নকশার নতুন নোট গত ঈদে ছাড়েনি কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে জানান, 'এই ঈদের আগে শুধু ২০, ৫০ ও ১০০০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হবে।'

'ঈদের পর ৫, ১০, ১০০, ২০০ ও ৫০০ টাকার নতুন নোট ছাপার কাজ শুরু হবে,' বলেন তিনি।
 

Comments

The Daily Star  | English

Israeli military says it attacked 6 airports in Iran

JD Vance says US at war with Iran's nuclear programme, not Iran

1d ago