শেয়ারে কোরবানির পশু বিক্রির জনপ্রিয়তা বাড়ছে

ঈদুল আজহাকে সামনে রেখে অনলাইনে শেয়ারে কোরবানির পশু কেনা জনপ্রিয় হচ্ছে। বিশ্লেষকদের মতে, অর্থনৈতিক মন্দার কারণে আগের বেশি মানুষ শেয়ারে কোরবানির ব্যবস্থা করছেন। ঝঞ্ঝাট কম হওয়ায় অনেকে ঝুঁকছেন ই-কমার্স সাইটগুলোর দিকে।

শেয়ারে কোরবানির ব্যবস্থা করছে দেশের অন্যতম শীর্ষ মাংস প্রক্রিয়াজাত প্রতিষ্ঠান বেঙ্গল মিট। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ইতোমধ্যে অনলাইনে কোরবানির গরু বিক্রিতে ক্রেতাদের কাছ থেকে আশানুরূপ সাড়া পাচ্ছে।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে বলা হয়, অন্যান্য সেবার পাশাপাশি শেয়ারে কোরবানি দেওয়ার বিষয়ে তারা ব্যাপক সাড়া পাচ্ছেন।

নিয়ম অনুযায়ী, একটি গরু সর্বোচ্চ ৭ জন মিলে কোরবানি দিতে পারেন। এই নিয়মে বেঙ্গল মিট ইতোমধ্যে শেয়ারে প্রায় ৪০টি গরু বিক্রি করেছে।
বেঙ্গল মিটের মার্কেটিং বিভাগের প্রধান শেখ ইমরান আজিজ দ্য ডেইলি স্টারকে বলেন, 'গতবারের তুলনায় এবার শেয়ারে কোরবানি গরুর সংখ্যা বেশ বেড়েছে।'

'ইতোমধ্যে আমাদের টার্গেটের ৩ ভাগের ২ ভাগ পূরণ হয়েছে,' যোগ করেন তিনি।

বাংলাদেশ ডেইরি ফার্মার্স অ্যাসোসিয়েশনের (বিডিএফএ) সাধারণ সম্পাদক মোহাম্মদ শাহ এমরান ডেইলি স্টারকে জানান, গত কয়েক বছরের মতো এ বছরও কোরবানির গরু অনলাইনে বিক্রি হচ্ছে।

এবার গরুর তুলনায় ছাগলের বিক্রি বেশি উল্লেখ করে তিনি বলেন, 'অর্থনৈতিক সংকটের কারণে মানুষ কম খরচ করছেন।'

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২০ সালে করোনা মহামারির ফলে লকডাউন শুরু হলে অনলাইনে কোরবানির পশু বিক্রির হার বেড়ে যায়।

ডিপার্টমেন্ট অব লাইভস্টক সার্ভিসেসের (ডিএলএস) পরিচালক (প্রশাসন) মোহাম্মদ রেজাউল হক ডেইলি স্টারকে বলেন, 'এটা ঠিক যে গত বছর হঠাৎ করোনার প্রকোপ কমে যাওয়ার কারণে অনলাইনে কোরবানির পশু বিক্রি কমে গিয়েছিল।'

'কিন্তু মহামারির পর যারা অনলাইনে কোরবানির পশু কিনতে অভ্যস্ত হয়ে পড়েছেন তাদের অনেকে এখনো অনলাইনে কোরবানির পশু কিনছেন,' যোগ করেন তিনি।

সংস্থাটির হিসাবে ২০২০ সালে ৪৫ হাজার কোরবানির পশু অনলাইনে বিক্রি হয়েছে।

২০২১ সালে অনলাইনে কোরবানির পশু বিক্রি হয় প্রায় ৪ লাখ। গত বছর তা কমে ৭০ হাজারে দাঁড়ায়।

সংশ্লিষ্ট সূত্র মতে, এ বছর গত বৃহস্পতিবার পর্যন্ত ৬৪৬ অনলাইন প্ল্যাটফর্মে ৫১ হাজার ২৯৮টি কোরবানির পশুর ছবি আপলোড করা হয়েছে। এগুলোর মধ্যে গত ২২ জুন পর্যন্ত বিক্রি হয়েছে ৯ হাজার ৬৩টি।

দেশের বিভাগগুলোর মধ্যে চট্টগ্রামে সবচেয়ে বেশি সংখ্যক অর্থাৎ ২৪ হাজার ২৭৩টি কোরবানির পশুর ছবি আপলোড করা হয়েছে। এরপর ঢাকার অবস্থান। রাজধানীতে ছবি আপলোড হয়েছে ১২ হাজার ৯১৬টি কোরবানির পশুর ছবি।

ডিএলএসের তথ্য অনুসারে, ঢাকায় অনলাইন প্ল্যাটফর্মের সংখ্যা সবচেয়ে বেশি— ১৬২টি, চট্টগ্রামে ১৩৯টি এবং রাজশাহীতে ১১৩টি।

এ বছর ১ কোটি ৪ লাখ কোরবানির পশু বিক্রি হওয়ার সম্ভাবনা আছে বলে জানিয়েছেন ডিএলএস পরিচালক রেজাউল হক।

Comments

The Daily Star  | English
road accidents death in Bangladesh April

Road accidents killed 583 in April: Jatri Kalyan Samity

Bangladesh Jatri Kalyan Samity (BJKS), a passenger welfare platform, said that a total of 583 people were killed and 1,202 injured in 567 road accidents across the country in the month of April, citing media reports

1h ago