সুকুক বন্ড ইস্যুতে আরএফএলের সংগ্রহ ৩০০ কোটি টাকা

সুকুক বন্ড, সিটি ব্যাংক, প্রাণ-আরএফএল,
ছবি: সংগৃহীত

সুকুক ইস্যুর মাধ্যমে ৩০০ কোটি টাকা সংগ্রহ করেছে আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড (বিবিএমএল)।

আজ মঙ্গলবার আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুকুকটি বাংলাদেশের স্বনামধন্য ব্যাংকগুলোতে ইস্যু করা হয়েছিল। সিটি ব্যাংক ক্যাপিটাল অ্যারেঞ্জার ও ইস্যু উপদেষ্টা হিসেবে কাজ করেছে। সুকুক থেকে প্রাপ্ত অর্থ বিবিএমএল মেশিনারিজে পুনঃঅর্থায়ন ও নতুন মেশিনারিজ সংগ্রহের জন্য ব্যবহার করবে।

গত বৃহস্পতিবার ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সুকুকের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, 'সুকুক বন্ড ইস্যু করার মাধ্যমে সফলভাবে ৩০০ কোটি টাকা সংগ্রহ করতে পেরেছি। এটি আমাদের পণ্য ও পরিষেবার যে চাহিদা আছে তার প্রমাণ।'

তিনি আরও বলেন, 'আমাদের ব্যবসায়িক মডেলের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আছে। আমরা বিনিয়োগকারী, সিটি ব্যাংক ক্যাপিটাল ও এ বন্ডের সঙ্গে জড়িত অন্যান্য স্টেকহোল্ডারদের পুরো প্রক্রিয়ায় সহায়তা ও দিকনির্দেশনা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।'

সিটি ব্যাংক ক্যাপিটালের প্রধান নির্বাহী এরশাদ হোসেন বলেন, আমরা মনে করি, বাংলাদেশে সুকুকের অনেক সম্ভাবনা আছে। আমরা ভবিষ্যতে আরও কোম্পানির সঙ্গে কাজ করতে চাই।'

Comments

The Daily Star  | English

‘We knew nothing about any open letter’

Journalist Bibhuranjan’s son says after identifying his body

6h ago