সুকুক বন্ড ইস্যুতে আরএফএলের সংগ্রহ ৩০০ কোটি টাকা

সুকুক ইস্যুর মাধ্যমে ৩০০ কোটি টাকা সংগ্রহ করেছে আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড (বিবিএমএল)।
সুকুক বন্ড, সিটি ব্যাংক, প্রাণ-আরএফএল,
ছবি: সংগৃহীত

সুকুক ইস্যুর মাধ্যমে ৩০০ কোটি টাকা সংগ্রহ করেছে আরএফএলের অঙ্গ প্রতিষ্ঠান বঙ্গ বিল্ডিং ম্যাটেরিয়ালস লিমিটেড (বিবিএমএল)।

আজ মঙ্গলবার আরএফএলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সুকুকটি বাংলাদেশের স্বনামধন্য ব্যাংকগুলোতে ইস্যু করা হয়েছিল। সিটি ব্যাংক ক্যাপিটাল অ্যারেঞ্জার ও ইস্যু উপদেষ্টা হিসেবে কাজ করেছে। সুকুক থেকে প্রাপ্ত অর্থ বিবিএমএল মেশিনারিজে পুনঃঅর্থায়ন ও নতুন মেশিনারিজ সংগ্রহের জন্য ব্যবহার করবে।

গত বৃহস্পতিবার ঢাকার রেডিসন ব্লু ওয়াটার গার্ডেনে সুকুকের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান আহসান খান চৌধুরী বলেন, 'সুকুক বন্ড ইস্যু করার মাধ্যমে সফলভাবে ৩০০ কোটি টাকা সংগ্রহ করতে পেরেছি। এটি আমাদের পণ্য ও পরিষেবার যে চাহিদা আছে তার প্রমাণ।'

তিনি আরও বলেন, 'আমাদের ব্যবসায়িক মডেলের প্রতি বিনিয়োগকারীদের আস্থা আছে। আমরা বিনিয়োগকারী, সিটি ব্যাংক ক্যাপিটাল ও এ বন্ডের সঙ্গে জড়িত অন্যান্য স্টেকহোল্ডারদের পুরো প্রক্রিয়ায় সহায়তা ও দিকনির্দেশনা দেওয়ার জন্য ধন্যবাদ জানাই।'

সিটি ব্যাংক ক্যাপিটালের প্রধান নির্বাহী এরশাদ হোসেন বলেন, আমরা মনে করি, বাংলাদেশে সুকুকের অনেক সম্ভাবনা আছে। আমরা ভবিষ্যতে আরও কোম্পানির সঙ্গে কাজ করতে চাই।'

Comments