মার্কিন ভিসা নিষেধাজ্ঞা পোশাক রপ্তানিতে প্রভাব ফেলবে না: বিজিএমইএ সভাপতি

বিজিএমইএ সভাপতি ফারুক হাসান বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেশটির বাজারে পোশাক রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না।
বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন, বিজিএমইএ, যুক্তরাষ্ট্র, ভিসা নিষেধাজ্ঞা, পোশাক রপ্তানি,
মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: রেফায়েত উল্লাহ মীরধা/স্টার

বাংলাদেশ গার্মেন্টস ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, যুক্তরাষ্ট্রের ভিসা নিষেধাজ্ঞা দেশটির বাজারে পোশাক রপ্তানিতে কোনো প্রভাব ফেলবে না।

তবে, তিনি বিস্তারিত কিছু জানাননি।

আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন এই ব্যবসায়ী নেতা।

ফারুক হাসান বলেন, '১০টি প্রতিষ্ঠান ৩০০ কোটি টাকা পাচার করেছে বলে গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তা অসত্য ও ভিত্তিহীন।'

প্রকাশিত সংবাদে উল্লেখ করা প্রতিষ্ঠানগুলোর তালিকায় ৪টি বিজিএমইএ সদস্য এবং দুটি বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সদস্য।

তবে, অর্থপাচারের অভিযোগ তদন্তে টাস্কফোর্স গঠনের দাবি জানান এই ব্যবসায়ী নেতা।

Comments