শিল্পখাত

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করবে বিজিএমইএ

ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য কারখানাগুলো।
পোশাক শ্রমিক, বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি, বিজিএমইএ, ফারুক হাসান,
রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলন। ছবি: রেফায়েত উল্লাহ মীরধা

ন্যূনতম মজুরি বোর্ডের সুপারিশ অনুযায়ী ডিসেম্বরের মধ্যে পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো বাস্তবায়ন করবে বাংলাদেশ তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য কারখানাগুলো।

আজ মঙ্গলবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি ফারুক হাসান এ তথ্য জানান।

তিনি বলেন, চলমান অস্থিরতার কারণে প্রায় প্রতিদিনই কারখানাগুলো বন্ধ রাখতে হচ্ছে। তাই কিছু দিন এমন পরিস্থিতি চলতে থাকলে মালিকরা ১৩/১ ধারায় তাদের উত্পাদন ইউনিটগুলো বন্ধ করতে বাধ্য হবেন। ওই ধারায় বলা হয়েছে, কোনো কাজ না থাকলে মজুরিও থাকবে না।

কিন্তু চলমান অস্থিরতা সত্ত্বেও কারখানা মালিকরা কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করছেন বলে জানান তিনি।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, অস্থিরতায় এ পর্যন্ত দুই গার্মেন্টস শ্রমিকের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, মজুরি বোর্ডের কাছে ৩০ নভেম্বর পর্যন্ত বেতন ঘোষণার সময় আছে। মজুরি বোর্ড যে নতুন মজুরি কাঠামো সুপারিশ করবে তা বাস্তবায়নের প্রস্তুত নিচ্ছি আমরা।

এর আগে, গত ৯ এপ্রিল পোশাক শ্রমিকদের জন্য নতুন মজুরি কাঠামো সুপারিশের জন্য ন্যূনতম মজুরি বোর্ড গঠন করে সরকার।

Comments