নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করবে সরকার

অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সরাসরি ক্রয় পদ্ধতিতে বিদ্যুৎ কিনবে।
বর্জ্য বিদ্যুৎ, সৌর বিদ্যুৎ, মন্ত্রিসভা কমিটি, আ হ ম মুস্তফা কামাল,
প্রতীকী ছবি/সংগৃহীত

ভারতের পাওয়ার গ্রিড ব্যবহার করে নেপাল থেকে ৪০ মেগাওয়াট বিদ্যুৎ কেনার অনুমোদন দিয়েছে সরকার।

অর্থনৈতিক বিষয় সম্পর্কিত মন্ত্রিসভা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি) সরাসরি ক্রয় পদ্ধতিতে বিদ্যুৎ কিনবে।

কাঠমান্ডু ও ঢাকার কর্মকর্তারা নেপাল থেকে বিদ্যুৎ আমদানির জন্য ২৫ বছরের চুক্তি স্বাক্ষর করতে সম্মত হওয়ার কয়েক মাস পরে এই সিদ্ধান্ত নেওয়া হলো।

এর আগে, নেপাল ও বাংলাদেশ ২০১৮ সালে বিদ্যুৎ খাতে সহযোগিতার বিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল।

এছাড়া নেপাল ও ভারত 'বাংলাদেশ, ভুটান, ভারত ও নেপাল' (বিবিআইএন) উদ্যোগের উপ-আঞ্চলিক পর্যায়ে বিদ্যুৎ খাতে সহযোগিতা করতে সম্মত হয়েছে।

মূলত বিদ্যুৎ সরবরাহে বৈচিত্র্য আনতে ও জ্বালানিতে নবায়নযোগ্য জ্বালানির অংশ বাড়াতে বাংলাদেশ বাহ্যিক উৎসের দিকে ঝুঁকছে। বাংলাদেশ নেপাল থেকে ৫০০ মেগাওয়াট বিদ্যুৎ কিনতে আগ্রহী।

Comments