পাঁচ দিনের বিক্ষোভ শেষে কারখানায় ফিরলেন বেক্সিমকোর শ্রমিকরা

বেক্সিমকোর কারখানার ফটক। ছবি: সংগৃহীত
বেক্সিমকোর কারখানার ফটক। ছবি: সংগৃহীত

বকেয়া বেতনের দাবিতে মহাসড়ক অবরোধ করে টানা পাঁচদিন বিক্ষোভ করার পর আজ কারখানায় ফিরেছেন বেক্সিমকোর শ্রমিকরা।

শিল্প পুলিশ জানায়, বেক্সিমকোর তৈরি পোশাক কারখানার শ্রমিকরা পাঁচদিন ধরে সড়ক অবরোধ করে অক্টোবর মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানিয়ে আসছিলেন। গতকাল সোমবার রাত আটটার দিকেও তাদের চন্দ্রা-নবীনগর সড়ক অবরোধ করে রাখতে দেখা যায়।

পরে বেক্সিমকো কর্তৃপক্ষের পক্ষ থেকে বেতন পরিশোধের আশ্বাস দেওয়া হলে রাতেই তারা অবরোধ তুলে নেন।

আজ মঙ্গলবার সকাল নয়টায় কাশিমপুর থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর হোসেন দ্য ডেইলি স্টারকে বলেন, 'আমি বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের সামনে কর্তব্যরত আছি। আজকে শ্রমিকরা মহাসড়কে নেই। তাই ঢাকা-টাংগাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।'

তিনি জানান, সোমবার রাতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা কারখানায় এসে শ্রমিকদের সঙ্গে কথা বলেন এবং শিগগির শ্রমিকদের অক্টোবর মাসের বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দেন। সেই আশ্বাস পেয়েই শ্রমিকরা আজ কর্মস্থলে ফিরেছেন।

এ বিষয়ে কথা বলতে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্ক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তারা সাড়া দেয়নি।

 

Comments

The Daily Star  | English

Shammo murder: JCD blocks Shahbagh demanding justice

The protesters also demanded the resignation of the VC and proctor of Dhaka University

33m ago