অনলাইনেই দিতে হবে আয়কর রিটার্ন

আয়কর রিটার্ন
স্টার ডিজিটাল গ্রাফিক্স

আয়কর রিটার্ন দাখিলের পদ্ধতিতে পরিবর্তন এনেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতদিন কর কর্মকর্তার অফিসে গিয়ে কাগজে-কলমে আয়কর রিটার্ন জমা দেওয়া যেত। সেই সঙ্গে অনলাইনেও জমা দেওয়ার সুযোগ ছিল। কিন্তু, এখন থেকে শুধুমাত্র অনলাইনেই আয়কর রিটার্ন জমা দেওয়া যাবে।

আজ রোববার রাজস্ব বোর্ডের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, দেশে সব করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজস্ব বোর্ড বিশেষ আদেশ জারির মাধ্যমে ৬৫ বছর বা এর বেশি বয়সের করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, প্রবাসী করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ছাড়া দেশের সব করদাতার অনলাইনে আয়কর রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে।

আগামীকাল সোমবার থেকে সব করদাতা ২০২৫-২৬ করবর্ষের আয়কর রিটার্ন অনলাইনে (www.etaxnbr.gov.bd) দাখিল করতে পারবেন।

তবে, ৬৫ বছর বা এর বেশি বয়সের করদাতা, সনদপত্র দাখিল সাপেক্ষে শারীরিকভাবে অসমর্থ বা বিশেষ চাহিদাসম্পন্ন করদাতা, প্রবাসী করদাতা অথবা মৃত করদাতার পক্ষে আইনগত প্রতিনিধি ইচ্ছা করলে অনলাইনে আয়কর রিটার্ন দাখিলের পরিবর্তে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

এ ছাড়াও, ই-রিটার্ন সিস্টেমে নিবন্ধন সংক্রান্ত সমস্যার কারণে অন্যান্য করদাতারা অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে না পারলে আগামী ৩১ অক্টোবরের মধ্যে সংশ্লিষ্ট উপকর কমিশনারের কাছে সুনির্দিষ্ট যৌক্তিকতাসহ আবেদন করলে সংশ্লিষ্ট অতিরিক্ত/যুগ্মকর কমিশনারের অনুমোদন নিয়ে পেপার রিটার্ন দাখিল করতে পারবেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, গত বছর নির্দিষ্ট এলাকার অধিক্ষেত্রাধীন ব্যক্তি করদাতা, সব ব্যাংক কর্মকর্তা-কর্মচারী ও কয়েকটি বহুজাতিক প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের জন্য অনলাইনে রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হলে ব্যাপক সাড়া পাওয়া যায়। সে সময় ১৭ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দাখিল করেন।

করদাতারা ব্যাংক ট্রান্সফার, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, বিকাশ, রকেট, নগদ বা অন্য মোবাইল ফাইন্যানশিয়াল সার্ভিস অ্যাপ ব্যবহার করে ঘরে বসেই কর পরিশোধ করে অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করতে পারবেন।

অনলাইনে আয়কর রিটার্ন দাখিল করার ক্ষেত্রে সমস্যা হলে তা তাৎক্ষণিকভাবে সমাধানের জন্য রাজস্ব বোর্ডের কর্মীরা কল সেন্টার ও অন্যান্য ইলেকট্রনিক মাধ্যমে সার্বক্ষণিক সেবা দেবেন বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English
bangladesh plans to join halal economy

Bangladesh eyes stake in $7 trillion global halal economy: Ashik Chowdhury

Industry people join Bangladesh-Malaysia Chamber-organised seminar to explore Bangladesh’s potential

1h ago