টাকার দরপতন অব্যাহত, প্রতি ডলার এখন ৯৫ টাকা

মার্কিন ডলারের বিপরীতে বাংলাদেশের মুদ্রা টাকার অবমূল্যায়ন অব্যাহত আছে। আজ সোমবার আন্তব্যাংক প্ল্যাটফর্মে প্রতি ডলারের মূল্য ৯৫ টাকায় পৌঁছেছে।
গতকাল রোববারও প্রতি ডলার লেনদেন হয়েছে ৯৪ টাকা ৭০ পয়সায়। আজ ডলারের দাম ৩০ পয়সা বেড়ে যায়।
এর ফলে গত এক বছরে ডলারের বিপরীতে টাকার ১২ দশমিক ০২ শতাংশ অবমূল্যায়ন হলো।
অন্যদিকে খোলা বাজারে আজ টাকার দরপতন হয়েছে আরও তীব্রভাবে। একদিনের ব্যবধানে আজ ডলারের দাম প্রায় সাড়ে ৩ টাকা বেড়ে গেছে। আজ প্রতি ডলার বিক্রি হয়েছে ১১৫ টাকা ৫০ পয়সা দরে। গতকালও খোলা বাজারে ডলার বিক্রি হয়েছে ১১২ টাকায়।
নিম্ন রপ্তানি আয়ের বিপরীতে আমদানি ব্যয় বৃদ্ধি পাওয়ায় গত কয়েক মাস ধরে বৈদেশিক মুদ্রার বাজারে অস্থিরতা চলছে।
এ বছর আমদানি বাবদ ৮২ দশমিক ৪৯ বিলিয়ন ডলারের বেশি খরচ করতে হয়েছে বাংলাদেশকে। অন্যদিকে রপ্তানি আয় এসেছে ৩৩ দশমিক ৪৫ বিলিয়ন ডলার।
এছাড়াও, রেমিট্যান্সের পরিমাণও গত অর্থবছরে ১৫ শতাংশ কমে ২১ দশমিক ০৩ বিলিয়ন ডলারে নেমে এসেছে। এতে দেশে ডলার সংকট তৈরি হয়েছে।
Comments