বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে ৩২.৫২ বিলিয়ন ডলার

জানুয়ারি থেকে রিজার্ভ সংকট থাকবে না: গভর্নর

কেন্দ্রীয় ব্যাংক এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) কাছে আমদানি বিল ক্লিয়ার করার পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৩ বিলিয়ন মার্কিন ডলারের নিচে নেমে গেছে।

বাংলাদেশ ব্যাংক এসিইউয়ের অন্যান্য সদস্য দেশ থেকে আমদানির বিপরীতে অর্থ পরিশোধ করতে ১ দশমিক ১২ বিলিয়ন ডলার প্রদান করেছে।

বাংলাদেশ ব্যাংকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আজ সোমবার জানিয়েছেন, এসিইউয়ের অর্থ পরিশোধের পর বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩২ দশমিক ৫২ বিলিয়ন ডলার।

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২০২১ সালের জানুয়ারির শুরুতে ছিল ৪৪ দশমিক ৯৫ বিলিয়ন ডলার, যা গত ৪ জানুয়ারিতে ৩৩ দশমিক ৬৩ বিলিয়ন ডলারে দাঁড়ায়।

এসিইউয়ের সদর দপ্তর তেহরানে। এর অপর সদস্যদেশগুলো হচ্ছে ভারত, ভুটান, ইরান, মালদ্বীপ, মিয়ানমার, নেপাল, পাকিস্তান ও শ্রীলঙ্কা।

এসিইউয়ের সদস্য দেশগুলো প্রতি ২ মাস পরপর তাদের অর্থ পরিশোধ করে।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪৮ বিলিয়ন ডলারে উন্নীত হয় ২০২১ সালের আগস্টে।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী সরবরাহ শৃঙ্খলে বিঘ্ন ঘটায় উচ্চমূল্যে পণ্য আমদানি করতে হয়েছে। এর ফলে, ২০২২ সালের মে থেকে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমছে।

Comments

The Daily Star  | English

'Election Commission shamelessly favouring a particular party'

Hasnat Abdullah says police obstructed NCP leaders and activists from entering EC building

59m ago