মোবাইল ফোন গ্রাহক কমেছে

মোবাইলে কথা ও ইন্টারনেট খরচ বাড়ল
ছবি: রয়টার্স

দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের সিম বিক্রিতে নিষেধাজ্ঞা দেওয়ায় গত বছরের নভেম্বর থেকেই দেশে গ্রাহক সংখ্যা কমতে শুরু করেছে।

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ তথ্য অনুযায়ী, নভেম্বরে মোবাইল গ্রাহক সংখ্যা অক্টোবরের তুলনায় ৮ লাখ কমে ১৮ কোটি ৮ লাখে পৌঁছেছে।

শুধু গ্রামীণফোনই প্রায় ১১ লাখ গ্রাহক হারিয়েছে, যার ফলে তাদের মোট গ্রাহক সংখ্যা দাঁড়িয়েছে ৮ কোটি ৩ লাখে।

এর আগে গত ২৯ জুন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা 'কল ড্রপ রেট কমিয়ে আনাসহ সেবার মান উন্নত না করা পর্যন্ত' গ্রামীণফোনের সিম বিক্রি নিষিদ্ধ করে।

গ্রামীণফোন তাদের 'পরিষেবার গুণমানের উন্নতি' করায় ৬ মাস পরে গত ২ জানুয়ারি এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়।

নিষেধাজ্ঞার প্রথম ৫ মাসে প্রায় ৩৭ লাখ গ্রাহক হারিয়েছে গ্রামীণফোন।

গ্রামীণফোনের এক কর্মকর্তা দ্য ডেইলি স্টারকে বলেন, 'সেবার মান উন্নয়নে গ্রামীণফোন বেশকিছু উদ্যোগ নিয়েছে। ফলে গ্রামীণফোনের কল ড্রপ রেট দশমিক ৩ শতাংশে নেমে এসেছে এবং সারা বাংলাদেশে ইন্টারনেটের গড় গতি ১১ এমবিপিএসে দাঁড়িয়েছে।

২০২২ সালের নভেম্বরে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা এর আগের বছরের চেয়ে ৪ দশমিক ৪০ শতাংশ কমেছে।

অন্যদিকে, তৃতীয় স্থানে থাকা অপারেটর বাংলালিংকের গ্রাহক সংখ্যা বেড়েছে। নভেম্বরে তাদের গ্রাহক সংখ্যা ২ লাখ বেড়েছে। এতে তাদের মোট গ্রাহ সংখ্যা ৩ কোটি ৯৪ লাখে দাঁড়িয়েছে। অক্টোবরে তাদের গ্রাহক সংখ্যা ৯ লাখ বেড়েছে।

সংক্ষেপিত: ইংরেজিতে পুরো প্রতিবেদন পড়তে ক্লিক করুন Mobile phone subscriber numbers decline

Comments

The Daily Star  | English

RMG leaders urge rate cuts, energy fixes as US tariffs loom

Industry leaders urged the government to urgently address these domestic constraints.

2h ago