২৭ ও ২৮ জুন কিছু এলাকায় সীমিত পরিসরে ব্যাংক খোলা

এগুলো হলো- ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পোশাক শিল্প এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখা।
‘ফেসবুক পোস্টের’ জেরে মাদ্রাসা শিক্ষার্থীদের মারধরের অভিযোগ পুলিশের বিরুদ্ধে
ছবি: সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার আগে সরকারি ছুটির মধ্যে আগামী ২৭ ও ২৮ জুন ঢাকাসহ কিছু এলাকায় সীমিত পরিসরে কিছু ব্যাংক শাখা খোলা থাকবে।

এগুলো হলো- ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে পোশাক শিল্প এলাকায় অবস্থিত তফসিলি ব্যাংকের শাখা।

আজ বুধবার বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশনের এক নির্দেশনায় বিষয়টি জানানো হয়েছে।

ওই নির্দেশনায় বলা হয়েছে, ঈদুল আজহার আগে তৈরি পোশাকশিল্প সংশ্লিষ্ট বিভিন্ন প্রতিষ্ঠান কর্তৃক রপ্তানি বিল বিক্রয় এবং উক্ত শিল্পে কর্মরত শ্রমিক-কর্মচারী ও কর্মকর্তাদের বেতন-বোনাস এবং অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে পোশাকশিল্প সংশ্লিষ্ট শাখাসমূহ ২৭ ও ২৮ জুন সীমিত পরিসরে পরিচালিত হবে।

নির্দেশনায় আরও বলা হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে এসব এলাকার ব্যাংকের শাখায় সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত লেনদেন হবে।

এছাড়া সমুদ্র, স্থল ও বিমানবন্দর এলাকায় (বন্দর ও কাস্টমস) অবস্থিত ব্যাংকের শাখা, উপ-শাখা ও বুথগুলো সপ্তাহে ৭ দিন ২৪ ঘণ্টা চালু রাখার বিষয়ে স্থানীয় প্রশাসনসহ বন্দর কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।

Comments