শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর

‘বাংলাদেশের সহায়তায় শ্রীলঙ্কা ব্যাপকভাবে লাভবান হয়েছে’

দুই বছর আগে মুদ্রা বিনিময় চুক্তির আওতায় ২০ কোটি ডলার ঋণের চূড়ান্ত কিস্তি হিসেবে গত সেপ্টেম্বরে বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে শ্রীলঙ্কা।
শ্রীলঙ্কার অর্থনীতি
ঢাকায় সিপিডির দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনে বক্তব্য দেন শ্রীলঙ্কার কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর পি নন্দলাল বীরাসিংহে। ছবি: সিপিডির ওয়েবসাইট থেকে নেওয়া

সাম্প্রতিক সময়ে সার্কভুক্ত দেশগুলো, বিশেষ করে বাংলাদেশ ও ভারত থেকে পাওয়া আর্থিক সহায়তায় শ্রীলংকা ব্যাপকভাবে উপকৃত হয়েছে বলে মন্তব্য করেছেন দ্বীপদেশটির কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর।

ঢাকায় সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) আয়োজনে দুই দিনব্যাপী ১৪তম দক্ষিণ এশিয়া অর্থনৈতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পি নন্দলাল বীরাসিংহে এ মন্তব্য করেন।

তিনি বলেন, 'শ্রীলঙ্কাকে যে সহায়তা দেওয়া হয়েছিল তা দেশটির আর্থ-সামাজিক সংকট কাটাতে বেশ সহায়ক হয়েছিল।'

'এ ধরনের আর্থিক সহায়তা শুধু যে স্বল্পমেয়াদে স্বস্তি দিয়েছে তা নয়, এটি দেশটির অবকাঠামোগত দুর্বলতা কাটাতে ও সামগ্রিক উত্পাদন সক্ষমতা বাড়াতে দীর্ঘমেয়াদে বিনিয়োগের সুযোগ তৈরি করতে পারে।'

দুই বছর আগে মুদ্রা বিনিময় চুক্তির আওতায় ২০ কোটি ডলার ঋণের চূড়ান্ত কিস্তি হিসেবে গত সেপ্টেম্বরে বাংলাদেশকে ৫০ মিলিয়ন ডলার পরিশোধ করে শ্রীলঙ্কা।

মাত্র এক বছর আগে অর্থনৈতিক সংকট কাটানোর পর দেশটি এ ঋণ পরিশোধ করে।

Comments