খোলা বাজারে ডলারের দাম বেড়ে ১২৭ টাকা

১০১ টাকায় ডলার বিক্রি করছে বাংলাদেশ ব্যাংক

খোলা বাজারে একদিনে মার্কিন ডলারের দাম ৫-৬ টাকা বেড়ে গেছে। আজ মানি এক্সচেঞ্জগুলোতে প্রতি ডলার বিক্রি হয়েছে ১২৭ টাকায়। অথচ একদিন আগেও এর দাম ছিল ১২১-১২২ টাকা। সংশ্লিষ্টরা জানান, চাহিদার তুলনায় সরবরাহ কম থাকায় ডলারের দাম বেড়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক মানি এক্সচেঞ্জারদের একজন জানান, বুধবার দিনের প্রথমার্ধ পর্যন্ত ডলারের দর ছিল ১২২ টাকার আশপাশে। কিন্তু হঠাৎ করে দুপুরের পর দাম বাড়তে শুরু করে।

তিনি বলেন, শুধু ডলারের দামই বাড়েনি। অন্যান্য বিদেশি মুদ্রার দামও রাতারাতি ৪-৫ টাকা বেড়ে গেছে।

এর আগে গণমাধ্যমে খবরে জানানো হয়, বৈধ পথে অর্থ পাঠানোকে উৎসাহিত করতে কিছু কিছু ব্যাংক প্রতি ডলারে ১২৪ টাকা দিচ্ছে। এর একদিন পরই খোলা বাজারে ডলারের দাম বেড়ে যায়।

Comments

The Daily Star  | English

Aid allocation to be trimmed in next budget

The plan comes as $42.85b foreign funds remained unused at start of current FY

15h ago