আয়কর রিটার্ন জমা দেওয়ার তারিখ ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আহ্বান এফবিসিসিআইয়ের

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময়সীমা
স্টার ডিজিটাল গ্রাফিক

আয়কর রিটার্ন জমা দেওয়ার সময় আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর জন্য জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) প্রতি আহ্বান জানিয়েছে ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই)।

নতুন আইনের কারণে (আয়কর আইন ২০২৩) অনেকের ফরম পূরণের নিয়ম বুঝতে সমস্যা হওয়ায় রিটার্ন দাখিলে দেরি হচ্ছে জানিয়ে এনবিআরকে চিঠি দিয়েছে শীর্ষ বাণিজ্য সংগঠনটি।

বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি ও আসন্ন নির্বাচনের কারণে অনেক করদাতার পক্ষে আগামী ৩০ নভেম্বরের মধ্যে রিটার্ন দাখিল করা সম্ভব হবে না বলেও জানিয়েছে এফবিসিসিআই।

এ ছাড়া, ব্যবসায়ীদের আরও বেশ কয়েকটি সংগঠন আয়কর রিটার্ন জমা দেওয়া সময় বাড়ানোর জন্য এনবিআরকে অনুরোধ করেছে বলেও চিঠিতে জানানো হয়েছে।

Comments

The Daily Star  | English

Israel stands down alert after Iran missile launch

Israel hits nuclear sites, Iran strikes hospital as conflict escalates

22h ago