দ্বিতীয় প্রান্তিকে মুনাফায় ফিরল রানার

চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে রানার অটোমোবাইলস পিএলসি মুনাফা করেছে ৫৬ লাখ ৭৬ হাজার টাকা।
রানার অটোমোবাইলস, ঢাকা স্টক এক্সচেঞ্জ, রানারের শেয়ারদর,

চলতি অর্থবছরের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে রানার অটোমোবাইলস পিএলসি মুনাফা করেছে ৫৬ লাখ ৭৬ হাজার টাকা।

কোম্পানিটির আর্থিক বিবরণী অনুযায়ী, আগের বছরের একই সময়ে তাদের লোকসান ছিল ২৩ কোটি ৬১ লাখ টাকা।

২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ পয়সা, যা আগের বছর ছিল ঋণাত্মক ২ টাকা ৮ পয়সা।

তবে, চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে কোম্পানিটি মুনাফায় ফিরলেও জুলাই-ডিসেম্বর সময়ে লোকসান গুনতে হয়েছে ২৫ কোটি ২০ লাখ টাকা। গত অর্থবছরের প্রথমার্ধে কোম্পানিটির লোকসান ছিল ৩২ কোটি ৮১ লাখ টাকা।

জুলাই-ডিসেম্বর সময়ে সমন্বিত ইপিএস হয়েছে ঋণাত্মক ২ টাকা ২২ পয়সা, যা আগের অর্থবছরের একই সময়ের ঋণাত্মক ২ টাকা ৮৯ পয়সার চেয়ে কম।

ঢাকা স্টক এক্সচেঞ্জে রানার অটোমোবাইলস জানিয়েছে, দ্বিতীয় প্রান্তিকে তাদের থ্রি-হুইলার ব্যবসায় ভালো প্রবৃদ্ধি হয়েছে। এটি মুনাফায় অবদান রেখেছে।

এদিকে আজ বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ারদর ২ দশমিক ৪১ শতাংশ কমে ৩৬ টাকা ৪০ পয়সায় অবস্থান করছে।

Comments

The Daily Star  | English

Ex-president Badruddoza Chowdhury passes away

He breathed his last at 3:15am today while undergoing treatment at the Uttara Women’s Medical College

2h ago