পিডিবির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় প্ল্যান্ট বন্ধ করবে শাহজিবাজার পাওয়ার

ডিএসইতে দেওয়া বিজ্ঞপ্তিতে এসপিসিএল জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে প্লান্টটি বন্ধ হয়ে যাবে, এ সময় জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
গ্যাস সংকট, তবুও চালু হতে যাচ্ছে গ্যাসচালিত আরও ‍২ বিদ্যুৎকেন্দ্র
প্রতীকী ছবি | সংগৃহীত

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) সঙ্গে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের (এসপিসিএল) বিদ্যুৎ বিক্রি চুক্তির মেয়াদ ৯ ফেব্রুয়ারি শেষ  হতে যাচ্ছে, তাই এসপিসিএল তাদের প্ল্যান্ট বন্ধের বিজ্ঞপ্তি দিয়েছে।

আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে এসপিসিএল।

এসপিসিএলের সঙ্গে বিদ্যুৎ বিক্রি নিয়ে রাষ্ট্রায়ত্ত কোম্পানি বিপিডিবির সঙ্গে ১৫ বছরের চুক্তি আছে।

ডিএসইতে দেওয়া বিজ্ঞপ্তিতে এসপিসিএল জানিয়েছে, ৯ ফেব্রুয়ারি মধ্যরাত থেকে প্লান্টটি বন্ধ হয়ে যাবে, এ সময় জাতীয় গ্রিডেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বেসরকারি খাতের বিদ্যুৎ উৎপাদনকারী প্রতিষ্ঠান এসপিসিএল আরও জানিয়েছে, তারা পাঁচ বছরের জন্য বিদ্যুৎ ক্রয় চুক্তি নবায়নের অনুরোধ জানিয়েছে।

বিদ্যুৎ উৎপাদন কোম্পানিটি বলেছে,  আবেদনটি বর্তমানে বিপিডিবির বিবেচনাধীন আছে। তারা এ বিষয়ে ইতিবাচক ফলাফল আশা করছে।

(আগের সংবাদটিতে ভুল করে শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের পরিবর্তে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড উল্লেখ করা হয়েছিল। অনাকাঙিক্ষত এই ভুলের জন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।)

Comments